কিছু খাবারের ফটোগ্রাফি
নমস্কার,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো । আমিও ভালো আছি। |
---|
আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করব। কিছুদিন আগে আমার অনেকজন মিলে কাকু বাড়িতে পিকনিকের আয়োজন করেছিলাম, সেখান থেকেই এই ফটোগ্রাফি গুলো তোলা।
ফটোগ্রাফি-০১
প্রথমেই ফোটোগ্রাফিতে তোমার দেখতে পাচ্ছো ফ্রাইড রাইস। এই ফ্রাইড রাইস কিন্তু আমার খুব প্রিয় একটি খাবার। এই ফ্রাইড রাইস করার সময় বিভিন্ন প্রকার সবজি ব্যবহার করা হয়, এই জন্য এটি আমার খেতে অনেক ভালো লাগে। বিশেষ করে ডালের সাথে এই রেসিপিটি খেতে অসাধারণ লাগে আমার কাছে।
ফটোগ্রাফি-০২
দ্বিতীয় ফটোগ্রাফিতে তোমরা দেখতে পাচ্ছো ডাল ভুনা। সত্যি কথা বলতে ডাল ভুনা রেসিপিটি ছোটবেলা থেকেই আমার প্রিয়। আমাদের বাড়িতে ডাল হলে আমার অন্য কোন কিছুর প্রয়োজন পড়ে না। এই ডালটি ছোলার ডাল ছিল। তাছাড়া ডালের মধ্যে ধনে পাতাও দেওয়া হয়েছিল। সে কারণে আরো অনেক টেস্টি হয়েছিল। আর ডাল রান্না করা শেষে, পেঁয়াজ ভাজা করে উপরে ছিঁটিয়ে দেওয়া হয়েছিল।
ফটোগ্রাফি-০৩
এটা হলো চিকেন রোস্ট। সবারই অত্যন্ত প্রিয় একটি রেসিপি এটি। এই রেসিপিটি করা অনেকটা সময়ের কাজ। তবে সেদিন কাকুদের বাড়িতে এই রেসিপিটি কি করে করা হয়েছিল সে সম্পর্কে আমার কোন ধারণা নেই। তবে রেসিপিটি রান্না করা শেষে যখন প্লেটে এনে সাজিয়ে রেখেছিল তখন আমি এই ফটোগ্রাফিটি করেছিলাম যা আজ তোমাদের সাথে আজকে শেয়ার করলাম।
ফটোগ্রাফি-০৪
এখানে তোমরা স্যালাডের ফটো দেখতে পাচ্ছো। এই স্যালাড শসা, টমেটো, পেঁয়াজ, গাজর, লেবু, কাঁচা লঙ্কা ইত্যাদি কেটে তৈরি করা হয়েছিল। খাবারের সাথে এই স্যালাড খেলে কিন্তু অত্যন্ত ভালো লাগে। মুখে একটা রুচি এনে দেয় এই ধরনের স্যালাড।
ক্যামেরা: স্যামসাং
মডেল: SM-M317F
ফটোগ্রাফার: @ronggin
স্থান: বারাসাত , নর্থ 24 পরগনা, ওয়েস্ট বেঙ্গল।
আপনার আজকের পোস্টটি আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে সবগুলো ফটোগ্রাফি বিবরণ দিয়েছেন। এত সুন্দর ভাবে আমাদের মাঝে পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমার শেয়ার করা আজকের এই পোস্টটি আপনার কাছে খুব ভালো লেগেছে, জেনে আমিও খুশি হলাম আপু।
https://twitter.com/ronggin0/status/1763832398993850744?t=JytrCMN-Zl4u-U20mzCmQA&s=19