শতদল সংঘের দুর্গোৎসব প্যান্ডেল
বন্ধুরা,
তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও বেশ ভালো আছি।আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। |
---|
আমাদের সব থেকে বড় ধর্মীয় উৎসব দুর্গাপুজো শুরু হয়ে গেছে অলরেডি। আজ শুভ ষষ্ঠী। গতকাল ছিল শুভ পঞ্চমী। আমি এই পঞ্চমীর দিন কলকাতার বিভিন্ন জায়গায় দুর্গোৎসব দেখার জন্য গেছিলাম। কলকাতার বিভিন্ন প্যান্ডেল ঘুরে অনেক ফটোগ্রাফি করেছি, আমি সেগুলো আলাদা আলাদা করে কয়েকটি পর্বের মাধ্যমে তোমাদের সবার সাথে শেয়ার করব।
গত কালকে মোটামুটি বাড়ি থেকে সকাল ১১ টার দিকে বেরিয়েছিলাম কলকাতার পুজোগুলো দেখার উদ্দেশ্য নিয়ে। আমাদের নিকটবর্তী রেলওয়ে স্টেশন থেকে শিয়ালদহ স্টেশনে যেতে ৪৫ মিনিটের মত সময় লাগে। শিয়ালদহ স্টেশনে নামার পর চারিদিকে কলকাতার সমস্ত বড় এই পুজোগুলো হয়। যাইহোক আমি বাড়ি থেকে বের হওয়ার পর নিকটবর্তী স্টেশনে এসে কিছু সময় দাঁড়িয়ে থাকি কারণ যে ট্রেনগুলো শিয়ালদহ এর দিকে যাচ্ছিল পুজোর কারণে ট্রেনগুলোতে অনেক ভিড় ছিল। কিছুটা সময় অপেক্ষা করার পর একটি ট্রেন মোটামুটি একটু খালি পাই সেই ট্রেনে উঠে পড়ি আমরা।
আমার সাথে আমার আরো তিনজন বন্ধু বান্ধবী ছিল। তারাও আমার নিকটবর্তী রেলস্টেশন থেকে উঠেছিল। যাইহোক শিয়ালদহ স্টেশনে নামার পর প্রথমে আমরা এই শতদল সংঘ কমিটির দ্বারা আয়োজিত প্যান্ডেলে যাওয়ার সিদ্ধান্ত নি। এটাই ছিল কলকাতার প্রথম ঠাকুর দেখা আমার। প্যান্ডেলে গিয়ে কিছু ফটোগ্রাফি করি সেগুলো এখন তোমাদের সাথে শেয়ার করলাম। শতদল সংঘ এবার পুজোর প্যান্ডেল আমব্রেলা থিমের উপর করেছিল। বিভিন্ন কালারের আমব্রেলা দিয়ে তারা এবারের পুজো প্যান্ডেল টি সাজিয়েছিল। এবারের পুজো প্যান্ডেলটি খুব একটা বড় করেনি তারা। অন্যান্য বছর এর থেকেও বড় করে প্যান্ডেল করে তারা।
Camera:SAMSUNG
Model:SM-M317F
Photographer:@ronggin
Location: Kolkata, West Bengal.
Camera:SAMSUNG
Model:SM-M317F
Photographer:@ronggin
Location: Kolkata, West Bengal.
যেহেতু এই মন্ডপটা আমার বাড়ির পাশে সেইজন্য খুব ভালো করেই চিনি। খুব সুন্দর হয়েছে ফটোগ্রাফি গুলো।
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।