প্রিন্সেপ ঘাট থেকে তোলা নৌকার কিছু ফটোগ্রাফি
বন্ধুরা,
তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি। |
---|
আজকের নতুন একটি ব্লগে প্রথমেই তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের ব্লগে তোমাদের সাথে কিছু ফটোগ্রাফি শেয়ার করব। এই ফটোগ্রাফি গুলো আমি কিছু দিন আগে প্রিন্সেপ ঘাট গিয়ে তুলেছিলাম। প্রিন্সেপ ঘাট ঘুরতে গেলে নদীতে রংবেরঙের নৌকা দেখার সুযোগ হয় । এই কয়েকদিন আগেই আমরা চারজন বন্ধু মিলে প্রিন্সেপ ঘাটে ঘুরতে গেছিলাম। কলকাতার একটি ফেমাস জায়গা এই প্রিন্সেপ ঘাট। প্রতিদিন এখানে হাজার হাজার মানুষ ঘুরতে আসে। আমি আজ পর্যন্ত যে কয়দিন এই প্রিন্সেপ ঘাটে গেছি , গিয়ে প্রচন্ড ভিড়ের মধ্যে পড়েছি কারণ বিভিন্ন জায়গা থেকে লোক এখানে প্রতিনিয়তই আসতে থাকে। বিশেষ করে বিকালে এখানে অতিরিক্ত মাত্রার ভিড় দেখা যায়। আমি কয়েকদিন আগে গিয়ে নদীর একটি ঘাটে বসে রংবেরঙের নৌকা দেখছিলাম। যে নৌকা গুলোতে পর্যটকরা উঠে নদীতে ঘুরে বেড়াচ্ছিল। সেই নৌকাগুলো যখন ঘাটে আনা হচ্ছিল পর্যটকদের ওঠানোর জন্য, সেই সময়টাতে আমি নৌকার কিছু ফটোগ্রাফি করে নিয়েছিলাম। নদীর ঘাটে বসে এমন দৃশ্য দেখতে অনেক ভালো লাগে। আমি যেদিন ঘুরতে গেছিলাম সেই দিন যদিও একটু গরম বেশি ছিল । তাছাড়া হাওয়াও কম ছিল। তারপরও ঘাটের এসব দৃশ্য খুব ভালোভাবে এনজয় করেছিলাম। আমি বিকালের সময়টাতে গেছিলাম। এই বিকেলের সময়টাতে প্রিন্সেপ ঘাট থেকে সব দৃশ্য দেখতেই অসাধারণ লাগে।
পোস্ট বিবরণ
শ্রেণী | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Samsung Galaxy M31s |
ফটোগ্রাফার | @ronggin |
লোকেশন | প্রিন্সেপ ঘাট, কলকাতা। |
Thanks for sharing this great post.
Thank you so much for your comment brother.
Thanks for sharing this great post.