★বড় হয়ে যাবার পর এখন সুখ বলতে যা বুঝি...

in Beauty of Creativity2 years ago (edited)

★বড় হয়ে যাবার পর এখন সুখ বলতে যা বুঝি...

মানুষ বড় হলেই দায়িত্ব বেড়ে যায়। দায়িত্ব বাড়লে জীবন কেমন তা বুঝা যায় । নিজের শখ গুলোর চাইতে পরিবারের মানুষদের মুখের হাসি বেশি প্রয়োজনিয় মনে হয় এখন। কী যে সুখ লাগে! যখন নিজের উপার্জনের টাকায় কিনে দেওয়া কাপড়গুলো বাবা-মা, ভাই-বোন গায়ে জড়িয়ে হেসে উঠেন।

বাউণ্ডুলে জীবনের শেষে 'বড় হয়ে গেছি' এমন একটা জীবন চলে আসে যখন, তখন খরচ করার চাইতে জমিয়ে রাখতে ইচ্ছে করে— টাকা-পয়সা, আবেগ-অনুভূতি, রাগ-ক্ষোভ, মান-অভিমান, পাওয়া না পাওয়ার হিসেবগুলো। বাবা-মার কাছে যখন হাজার বায়না থাকতো, সেখান থেকে কিছু একটা পূর্ণ হয়ে গেলেই কেমন যে একটা সুখ সুখ লাগতো!

পরক্ষণেই আবার মনে হতো বড় হয়ে নিই, নেজের সমস্ত অপূর্ণ শখগুলো পূর্ণ করে নেবো, আর এখন নিজে উপার্জন করার পর খরচ করতে কষ্ট হয়, খরচ করলেও সাবধানে করি!

বড় হয়ে যাবার পর এখন সুখ বলতে বুঝি—
পরিবারের পাশে শক্ত হাতে দাঁড়ানো। যদি কখনো 'মা' বলেন, আমার ঔষধ ফুরিয়ে গেছে টাকা হবে তোর কাছে?
তখন অনেক বেশি সুখী মনে হয় নিজেকে, পরিবারের কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে 'বাবা' যখন বলেন, তোমার মতামত কী? তখন সবচেয়ে বেশি সুখী মনে হয় নিজেকে, ছোট ভাই-বোন যখন রোজ স্কুল-কলেজে যাবার সময় বলে, কিছু টাকা দাও তখন অনেক বেশি সুখী মনে হয় নিজেকে।

আসলে আমরা যারা একা একা পরিবার ছাড়া থাকতে চাই, আলাদা করে সংসার গোছাতে চাই, সেখানে সুখ নামের এই আপেক্ষিক সোনার হরিণ কতক্ষণ থাকে তা আমার অজানা। তবে পরিবারের সাথে থেকে ছোট্ট ছোট্ট সুখ-দুঃখগুলোকে ভাগ করে নেওয়ার নামই সুখ— জীবন।

আর এই সুখটা তখনই নিজের কাছে ধরা দিবে, যখন নিজেকে অমন উপযুক্ত একজন দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলতে পারবেন।
আবার এই সুখগুলো নষ্ট করে দেবার জন্য পরিবারের মানুষজনই যথেষ্ট। এমনও অনেক পরিবার আছেন সবটা দিয়ে তাদের জন্য করে যাবার পরও, কিছুই করেনি এমন অপবাদ শুনতে হয়। বছরের পর বছর নিজের শখগুলো কুরবানী দিয়ে তাদের জন্য করার পরও যখন কোনো কারণে একটা মাস একটু হেরফের হয়, তখনই পরিবারের মুখের দিকে তাকানো যায় না।
কারো কারো পরিবারে এমনও ঘটছে— যে মানুষটা সবটা দিয়ে করে যাচ্ছে, তাকে একবার জিজ্ঞেস করার প্রয়োজনও মনে করে না, এ বেলা খাবার খেয়েছিস কিনা। আমাদেরকে দেবার পর তোর খরচের টাকাটা আছে তো? তুই ঠিক মতো চলতে পারবি তো এই মাসটা?

আসলে জীবন এক অদ্ভুত চক্র। কিছু দিন আগে একটা লেখা পড়েছিলাম এমন— মানুষ শখ করে পশুপাখি, বিড়াল পালে, শখ করে মানুষ কেন পালে না? কতটা আক্ষেপ নিয়ে কতটা গভীর কষ্ট নিয়ে এমন একটা লেখা লেখা যায় তা একমাত্র সেই অবহেলিত মানুষগুলোই বুঝতে পারেন।
তবে আমি বলবো মানুষ পালা নয়, ভালোবেসে দায়িত্ববোধ থেকেই ভালোবাসায় জড়িয়ে রাখুন কাছের আপন মানুষজনদের।
আর সেই সব পরিবারের উদ্দেশ্যেই বলছি। বাবা-মা বা বড় ভাই-বোন হয়েছেন বলেই দায়িত্ব চাপিয়ে দিবেন না যেন, দিন শেষে ভালো-মন্দ জিজ্ঞেস করুন। একজন সবটা দিয়ে করে যাচ্ছে বলেই যে সব কিছু তার উপর চাপিয়ে দিবেন এটা ঠিক নয়, বরং পরিবারের সবাই মিলে দায়িত্বগুলো ভাগ করে নেওয়ার নামই সুখ। আমার কাছে এটাই সুখ মনে হয়।
সবশেষে বলবো প্রতিটি মানুষ তার পরিবার নিয়ে সুখে থাকুক, আনন্দে থাকুক এই কামনাই করি।

219886362_327007655737621_2591817624686451605_n.jpg

★বড় হয়ে যাবার পর এখন সুখ বলতে যা বুঝি...

Sort:  
 2 years ago 

nice your writing

 2 years ago 

You are right

 2 years ago 

Brother I was very impressed to see your photography Kadam flower. Thank you so much for making each of us so wonderful. Good luck to you.

 2 years ago 

thenk you

 2 years ago 

Wow

 2 years ago 

ছোট থাকতে বলতাম কবে বড় হবো
এখন বড় হয়ে বলি ছোট থাকতেই ভালো ছিল 😢

 2 years ago 

Nice

 2 years ago 

Hi, @romansarkar255
Make an introduction post in the community to get yourself labeled as Verified Member.

Make sure you add a verification picture in your introduction post

Verification Picture:

Take a selfie while holding a page written Beauty of Creativity with the date and your Steemit username

for more information join us on Discord

It's an automated message, If you already created an introduction post then you can ignore it. Thank You

 2 years ago 

✔️ TODAY OR TOMORROW, WILL BE SUCCESS💲

 2 years ago 

you write nice content

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60767.97
ETH 2352.24
USDT 1.00
SBD 2.51