সাদা গোলাপ ফুলের ফটোগ্রাফি - white rose flowers photography

in Beauty of Creativity17 days ago

শুভ দুপুর,

স্টিমিট ব্লগার বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি।আমি আজকে আপনাদের সাথে বেশ কয়েকটি সাদা গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে।


IMG_5128.jpeg

আপনারা হয়তো সকলেই অবগত আছেন যে, গোলাপ ফুলের বেশ কয়েকটি প্রজাতি রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে সাদা গোলাপ ফুল। সাদা গোলাপ ফুল টি দেখতে অনেক বেশি সুন্দর। তবে আমার কাছে সাদা গোলাপ ফুলের থেকে লাল গোলাপ ফুল একটু বেশি ভালো লাগে। এছাড়া ও গোলাপ ফুলের আরো বেশ কিছু প্রজাতি রয়েছে, যে গুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আপনারা হয়তো সকলেই গোলাপ ফুলের সব গুলো প্রজাতি সম্পর্কে অবগত আছেন।আর যারা এখন পর্যন্ত গোলাপ ফুলের সব গুলো প্রজাতি সম্পর্কে অবগত নন, তারা অবশ্যই যে কোন ফুলের বাগানে গিয়ে সব গুলো প্রজাতির গোলাপ ফুল দেখার চেষ্টা করবেন।

সাদা গোলাপ ফুল গুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। প্রতিটি প্রজাতির গোলাপ ফুল দেখতে একদম একই । শুধু মাত্র কালারের পরিবর্তন। গোলাপ ফুলের পাপড়ির সৌন্দর্য মানুষ কে আকষ্ট করে তোলে। এই বিষয়ে হয়তো আপনাারা সকলেই অবগত আছেন। গোলাপ ফুলের পাপড়ি গুলো একদম সাজানো এবং গোছানো।তাই গোলাপ ফুল দেখতে অনেক বেশি ভালো লাগে। তবে অন্যান্য সব ফুলের তুলনায় গোলাপ ফুলের মধ্যে তেমন একটা সুবাস নেই। তবে গোলাপ ফুলের সৌন্দর্য অনেক বেশি।তাই তো মানুষ গোলাপ ফুল কে এতো বেশি ভালোবাসেন।আর আমাদের দেশের মধ্যে বেশ কিছু আচার অনুষ্ঠানের মধ্যে গোলাপ ফুলের দরকার পড়ে।

বিশেষ করে যে কোন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে গোলাপ ফুলের দরকার পড়ে। অনুষ্ঠানের বিশেষ অতিথিদের কে বরন করে নেয়া হয় এই গোলাপ ফুলের মাধ্যমে। এছাড়া ও বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সময় এই গোলাপ ফুলের দরকার পড়ে।এ ছাড়াও আরো নানাবিধ কারণে গোলাপ ফুলের দরকার পড়ে। আপনারা হয়তো সকলেই এই সব কিছু বিষয়ে অবগত আছেন। আমাদের বাংলাদেশের মধ্যে গোলাপ ফুলের বেশ জনপ্রিয়তা রয়েছে। বর্তমান সময়ে আমাদের দেশের মধ্যে গোলাপ ফুল সব ধরনের ফুলের শীর্ষে রয়েছে। এছাড়া ও আমাদের প্রতিবেশী দেশ ভারতের মধ্যে ও এই গোলাপ ফুলের বেশ জনপ্রিয়তা রয়েছে। আমরা সকলেই এই সব কিছু বিষয়ে অবগত আছি। যাইহোক, আজকে আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।

IMG_5126.jpeg

IMG_5127.jpeg

IMG_5128.jpeg

IMG_5125.jpeg

IMG_5129.jpeg

সবাই কে অনেক অনেক ধন্যবাদ

ক্যামেরা পরিচিতি
DeviceiPhone 11
Camera11+11 MP
CountyBangladesh
LocationRangpur, Bangladesh

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7z9vojSzPMCnbieBgiAb8pjZHW626dgKRiHLBLtxjKJTBnsvd4HE4DDMisWyyHn6xBGzZjStB4mT3nbVGzunK1YuMuDqRQ.jpeg

Sort:  
 17 days ago 
 17 days ago 
Screenshot_2024-12-15-09-53-55-730_com.android.chrome.jpgScreenshot_2024-12-15-09-53-31-109_com.android.chrome.jpgScreenshot_2024-12-15-09-52-42-679_com.twitter.android.jpg
 17 days ago 

Your white colour rose photos is very nice

 15 days ago 

I am really impressed by this photograph. Thanks for sharing such creative photography.

New to Steemit?

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.26
JST 0.039
BTC 94427.89
ETH 3347.19
USDT 1.00
SBD 1.60