|| কৃষকদের শখে পোষা গবাদি পশুর সম্পর্কে কিছু কথা ||

in Beauty of Creativitylast year (edited)



আসসালামু আলাইকুম

বন্ধুরা আপনারা সকলেই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি আজকে Beauty of Creativity কমিউনিটিতে আমার পছন্দের কিছু ফটোগ্রাফি আপনাদের সকলের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করতাছি সকল ফটোগ্রাফি আপনাদের সকলের অনেক ভালো লাগবে? ইনশাআল্লাহ.....



আপনারা দৃশ্যে যেটি দেখতে পারতেছেন এটি হলো একটি গবাদি পশু। এবং কৃষকদের স্বপ্ন পূরণের একটি মাধ্যম হলো এই গবাদি পশু।কারণ কৃষকরা তাদের অল্প পুঁজি দিয়ে তো আর নিজেদের স্বপ্নে সবকিছু কিনতে পারে না। আর এই গরু যদি তারা পালন করে তাহলে হুট করে কোন বিপদ অথবা কোন কিছু নেওয়ার জন্য মোটা অংকের একটি টাকা পেয়ে থাকে। আর কৃষকরা তো মাঠে কাজ করেই তাদের মাঠ থেকে নিয়ে আসা ঘাস এবং খড় দিয়ে তাদের গবাদি পশুকে বড় করিয়ে থাকে। এতে করে তাদের আর বাহির থেকে কোন খরচ করা লাগে না। যেমন খামারিরা যখন গরু পালন করে তাদের গরু মোটাতাজা এবং বড় করার জন্য অনেক ধরনের খাবার কিনতে হয় এবং এর যোগান দিতে হয়। তাহলেই তো গরু মোটা তাজা এবং বড় হবে।


আমাদের দেশ কৃষি প্রধান দেশ। আমাদের দেশের ৭০-৮০% মানুষ কিসের উপর নির্ভরশীল। এবং এই কৃষি কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে। বিশেষ করে উত্তরবঙ্গে বেশি মানুষ কৃষি কাজের উপর ঝুকিয়ে পড়েছে এবং এ এই খাত থেকে অনেক বেশি পরিমাণে অর্থ আয় করতেছে। কারণটা হলো আমাদের দেশের মাটি অনেক বেশি উর্বর। এবং এই উর্বর মাটিতে যেকোনো কিছু লাগালে অতি দ্রুত এর ফলাফল পাওয়া যায়। বিশেষ করে এই উর্বর মাটি আমাদের দেশের মানুষের ভাগ্যকে খুলিয়ে দিয়েছে। কারণটা হলো একবার নিজের মাথা দিয়ে চিন্তা করুন, যে দেশে ৭০-৮০% মানুষ কৃষির উপর নির্ভরশীল তারা কি অন্য কাজ করে লাভবান হবে। তাদের তো উঠতে বসতে একটাই নেশা থাকবে যে কৃষি কাজ করে আমাদের দেশকে কিভাবে বিশ্বের দরবারে রিপ্রেজেন্ট করা যায়। এবং এই কৃষি কাজের মধ্যে একেক জন তাদের ভবিষ্যৎ সুন্দর ভাবে গড়ে তুলতেছে।


আমাদের দেশের কৃষকদের জন্য এই গবাদি পশু পালন করা সবচেয়ে সহজ এবং সুন্দর একটি মাধ্যম। কেননা তারা তো সব সময় মাঠে ঘাটে কাজ করে থাকে। এবং মাঠে-ঘাটে সব সময় অনেক প্রকার ঘাস পাওয়া যায়। এই ঘাসগুলো আমাদের গবাদি পশুর জন্য অনেক উপকারী। কেননা এখন খামারিরা তাদের খামারের গরুকে বড় এবং মোটা তাজা করার জন্য অনেক প্রকার খাদ্য উপাদান ব্যবহার করে থাকে। কিন্তু কৃষকরা এ থেকে বিরত তারা তাদের জমিতে থাকা ঘাস গবাদি পশুকে দিয়ে থাকে। এবং প্রকৃতিতে থাকা এই ঘাস খাওয়ালে গরুদের মধ্যে অন্যরকম এনার্জি চলে আসে। বিশেষ করে গবাদি পশুর যখন বাচ্চা দেওয়ার সময় হয়ে যায় তখন যদি জমিতে থাকা ঘাস বেশি পরিমাণে খাওয়া হয় তাহলে বাচ্চাটি অনেক সুন্দর হয়ে পৃথিবীতে জন্ম নেয়। দেখতেও অনেক সুন্দর দেখায়।



Photographyetc
Modelrealme 9i
Photographer@rimon03
LocationBangladesh



আমার পোস্টটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ❤️...

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধন্যবাদ সবাইকে
...
🧡🧡🧡


E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiF4nkVKP1PC25WhWdSqY9SQf2TJzmqgxFMWjuNkHw5XsLARCErjQCJttWSghQw...HWK2gGpEFGB8xQqyomTH1nvn7CPz2SMnooXwX61WyzcpU63uoNSxy8gfgvGdwRzK9nB2bEQrLPQvvnQVp6n6xDEV7NQgpdcANjWF3XJwB2tbgXcKKDcWfvHLG6.png

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

20230505_161413.jpg

A Few Words About Myself: ----

I am Md. Khairul Islam. And my nickname is Rimon. I am a student. I love to writing, reading, playing, photography and learning about unknown things..❤️..

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

can also vote for @bangla.witness witnesses

IMG-20230513-WA0000.jpg

VOTE for @bangla.witness

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiF4nkVKP1PC25WhWdSqY9SQf2TJzmqgxFMWjuNkHw5XsLARCErjQCJttWSghQw...HWK2gGpEFGB8xQqyomTH1nvn7CPz2SMnooXwX61WyzcpU63uoNSxy8gfgvGdwRzK9nB2bEQrLPQvvnQVp6n6xDEV7NQgpdcANjWF3XJwB2tbgXcKKDcWfvHLG6.png


Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59378.58
ETH 2646.25
USDT 1.00
SBD 2.46