|| শালিক পাখির সঙ্গে কাটানো কিছু সুন্দর মুহূর্ত ||

in Beauty of Creativity6 months ago



আসসালামু আলাইকুম

বন্ধুরা আপনারা সকলেই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি আজকে Beauty of Creativity কমিউনিটিতে আমার পছন্দের কিছু ফটোগ্রাফি আপনাদের সকলের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করতাছি সকল ফটোগ্রাফি আপনাদের সকলের অনেক ভালো লাগবে? ইনশাআল্লাহ।



20231226_092316-01.jpeg



IMG_20231226_085428-01.jpeg

IMG_20231226_085709-01.jpeg

বন্ধুরা আপনারা দৃশ্যের মধ্যে যেটি দেখতে পারতেছেন এটি হলো একটি শালিক পাখি এবং এই শালিক পাখিটি দেখতে অনেক সুন্দর। আমাদের বাসার সামনে একজন এই শালিক পাখিটিকে পোষ মানিয়েছে এবং তাই সে তার বাসায় এই পাখিটি পালন করে এবং পাখিটি মাঝে মাঝে বাহিরে বের হয়ে আসে এবং আমরা এই পাখিটার সঙ্গে অনেক মজা করে থাকি পাখিটি ও আমাদের সঙ্গে অনেক দুষ্টামি করে থাকে এবং মাঝে মাঝে সুন্দর একটি আওয়াজ করে থাকে অনেক সুন্দর।

IMG_20231226_085533-01.jpeg

IMG_20231226_085637-01.jpeg

IMG_20231226_085732-01.jpeg

পাখিটি সব সময় বাহিরে আসে না যখন বাহিরে আসে ছোটদের সঙ্গে সবচেয়ে বেশি দুষ্টামি করে থাকে। আমাদের এলাকায় কিছু ছোট বাচ্চা আছে তারা পাখিটিকে ধরতে গেলে একটু উড়ে অন্য জায়গায় যায় আবার ছোটরা তাকে ধরতে যায় আবার সে অন্য জায়গায় উড়ে যায় এভাবে অনেক মজা হয়ে থাকে পার্টি যখন বাইরে থাকে। সব পাখিরাই পোষ মানে না কিন্তু এই শালিক পাখি বিশেষ করে সব সময় পোষ মানিয়ে থাকে যদি কেউ এই পাখিকে পোষ মানায় তাহলে তার সঙ্গে সঙ্গে বাহির হয়। শুধু বাহিরে হয় না মাঝে মাঝে এই পাখিগুলো কথাও বলে থাকে অনেক কিউট ভাবে শুনতেও অনেক সুন্দর লাগে তাদের আওয়াজগুলো।



Photographyetc
Modelrealme 9i
Photographer@rimon03
LocationBangladesh



আমার পোস্টটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ❤️...

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধন্যবাদ সবাইকে
...
🧡🧡🧡


E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiF4nkVKP1PC25WhWdSqY9SQf2TJzmqgxFMWjuNkHw5XsLARCErjQCJttWSghQw...HWK2gGpEFGB8xQqyomTH1nvn7CPz2SMnooXwX61WyzcpU63uoNSxy8gfgvGdwRzK9nB2bEQrLPQvvnQVp6n6xDEV7NQgpdcANjWF3XJwB2tbgXcKKDcWfvHLG6.png

Sort:  
 6 months ago 

শালিক পাখি টি দেখতে খুবই সুন্দর। আপনি শাড়ির পাখির সঙ্গে খুবই সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন, এবং আমাদের মাঝে শেয়ার করে নিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

ধন্যবাদ

 6 months ago 

The bird image display is quite beautiful.

 6 months ago 

Thank you

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66687.09
ETH 3585.96
USDT 1.00
SBD 3.04