অসাধারণ কিছু করলা ফুলের ফটোগ্রাফি | 10% beautycreativity

in Beauty of Creativity2 months ago

সবাই কেমন আছেন। আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকের সম্পূর্ণ খুবই সুন্দর একটি বিষয় নিয়ে এসেছি। আজকে আমি অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ফটোগ্রাফি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। এখন যেকোনো নতুন কিছু দেখলে ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে। এজন্য আজকে ফটোগ্রাফি গুলো আপনাদের সামনে শেয়ার করলাম। আশা করি আজকের ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে।

আজকে আমি আপনাদের মাঝে করলা ফুলের ফটোগ্রাফি শেয়ার করতে চলেছি। আমার কাছে ফুল খুবই ভালো লাগে। তবে সেটা যে রকম ফুল হোক না কেন। আর ফুল ভালোবাসে না এমন মানুষ খুবই কম আছে। আর আমার কাছে কাকরোল ও করলার ফুলের কালার ও ফুল একই দেখতে মনে হয়। আমি এই ফুল দেখলে কনফিউজড হয়ে যায় ।যে এই ফুলটি করলা নাকি কাকরোল ফুল ।তবে আমি এই ফুলটি চিনতে পারি তার পাশে থাকা ফলের কারণে। তেমনি কিছুদিন আগে আমি গিয়েছিলাম কিছু করলা গাছের চারা কিনতে। একদিন নার্সারিতে গিয়ে আমি যখনই করলা গাছ দেখতে যাই ।তখনই আমি সামনে কাকরোল গাছ দেখে মনে করি যে এটাই করলা গাছ ।তা ভেবে আমি কয়েকটি গাছ কিনে আনি। এবং পরে তার ফল দেখে আমি বুঝতে পারি যে এটি করলা গাছ নয় কাঠাল গাছ। তারপর আমি আবারো নার্সারিতে গিয়ে করলা গাছ কিনে এনে লাগিয়েছি। আর কিছুদিন পরে করলা গাছ থেকে ফুল এসেছে আর তার আমি ফটোগ্রাফি করেছি। করলা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আমি আশা করব আজকের এই ফটোগ্রাফি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে ।সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।

IMG20240422053513.jpg

IMG20240422053523.jpg

IMG20240422053517.jpg

IMG20240422053533.jpg

IMG20240422053538.jpg

লোকেশন

device : Redme note 9

IMG-20220603-WA0000.jpg

ধন্যবাদ সবাইকে

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...uocepuhthjpwhGDzN6BQpNuyvctwmWpcG7n5KM7iFfRvZgwhvLH9LuW5XCyNFxmfsRpYTSN33VAtN6QVQZR5uDiSFQSjbTos9CGPrXoJtVDUShzqEVyhxRQYCN.png

Sort:  
 2 months ago 

করলা ফুল গুলো দারুণ লাগছে। তবে এর ফল অনেক তিতা।

 2 months ago 

আপনি অনেক সুন্দর কিছু করলা ফুলের ফটোগ্রাফি করেছেন। যদিও করলা তিতো বাট ফুল গুলো অনেক সুন্দর কারন ফুলের কালার হলুদ হওয়ার জন্য। আমার কাছে প্রিয় একটা রং হচ্ছে হলুদ। অনেক ভালো থাকবেন ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 66137.20
ETH 3543.37
USDT 1.00
SBD 2.56