দোপাটি ফুলের ফটোগ্রাফি | 10% beautycreativity

in Beauty of Creativity10 months ago

সবাই কেমন আছেন। আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকের সম্পূর্ণ খুবই সুন্দর একটি বিষয় নিয়ে এসেছি। আজকে আমি অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ফটোগ্রাফি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। এখন যেকোনো নতুন কিছু দেখলে ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে। এজন্য আজকে ফটোগ্রাফি গুলো আপনাদের সামনে শেয়ার করলাম। আশা করি আজকের নাম না জানা ফুলের ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে।

আজকে আমি আপনাদের মাঝে অসম্ভব সুন্দর একটা ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। আমাদের সবারই পছন্দের একটা জিনিস হচ্ছে ফুল। ফুল পছন্দ করে না এরকম মানুষ আমাদের এই পৃথিবীতে খুবই কম রয়েছে। আর প্রত্যেকটা ফুলের অনেক রকমের জায়গাত রয়েছে। যেমন দোপাটি ফুলেরও বেশ কয়েক রকমের জাত রয়েছে। এই ফুলটিকে স্থানীয় ভাষায় অধৈর্য বালসামিনা ফুল বলে থাকে। আসলে এই ফুলটার নাম আমার জানা ছিল না। আমি এই ফুলটার নাম সংগ্রহ করার জন্য গুগলের সার্চ করে জেনেছি।

যদিও এই ফুলটার সাথে আমি খুবই কম পরিচিত। তবে একটা জায়গায় যাওয়ার কারণে সেখানে আমি এই ফুলটি দেখতে পেয়েছিলাম। সেখানে অনেক সুন্দর একটা গার্ডেন ছিল আর সেই গার্ডেন এর মধ্যে এই ফুলগুলো দেখেছিলাম। আর ফুল গুলো দেখার সাথে সাথে আমার কাছে খুব ভালো লেগেছিল। তাই সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি তো করতেই হবে। তাইতো বেশ কয়েকটা ফটোগ্রাফি করে নিয়েছিলাম। ফটোগ্রাফি গুলো করার পরে চিন্তা করলাম আপনাদের মাঝেও শেয়ার করা যায়। তাই বেশি দেরি না করে আপনাদের মাঝে এই ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম।

IMG20230712130048.jpg

IMG20230712130050.jpg

IMG20230712130044.jpg

IMG20230712130037.jpg

IMG20230712130040.jpg

লোকেশন

device : Redme note 9

IMG-20220603-WA0000.jpg

ধন্যবাদ সবাইকে

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...uocepuhthjpwhGDzN6BQpNuyvctwmWpcG7n5KM7iFfRvZgwhvLH9LuW5XCyNFxmfsRpYTSN33VAtN6QVQZR5uDiSFQSjbTos9CGPrXoJtVDUShzqEVyhxRQYCN.png

Sort:  
 10 months ago 

মাঝে মাঝে এমন দারুন কিছু ফটোগ্রাফি দেখলে ভীষণ ভালো লাগে। সব সময় অসাধারণ ফটোগ্রাফি করে থাকেন আপনি। অসাধারণ ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.12
JST 0.029
BTC 66177.69
ETH 3483.33
USDT 1.00
SBD 3.16