আমার নিজের আকাঁনো পাঁকা আমের ঝোপ।(ধাপে ধাপে অংকন)...

in Beauty of Creativity3 years ago


আসসালামু আলাইকুম,



সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন।আজকে আমি আপনাদের সাথে আমার আকাঁ একটা সুন্দর ছবি শেয়ার করব। আশা করি আপনাদের পছন্দ হবে।আজকে আমি একটা পাঁকা আমের ঝোপ ড্রইং করেছি।আমি ছবিটা আকাঁনোর সকল ধাপগুলো খুব সহজেই দেখানোর চেষ্টটা করেছি।আপনারা আমার ধাপগুলো খুব সহজেই অনুসরণ করে ছবিটা আঁকাতে পারবেন।চলুন দেখে আসি কিভাবে ছবিটা আঁকাতে হবে।

IMG_20210715_195230_728.jpg


ছবিটা আকাঁনোর প্রয়োজনীয় উপকরণ-
১।পেপার।
২।পেন্সিল ২বি এবং ১০বি।
৩।রাবার।
৪।বিভিন্ন ধরনের কালার রঙ।


প্রথমে আমি ২বি পেন্সিল ব্যবহার করে ছবিটা এঁকেছি। আমি ধাপে ধাপে ছবিটা আঁকলাম। প্রথমে আমি ডাল এরপর আস্তে আস্তে আমগুলো এবং পাতাগুলো অংকন করলাম।অংকন করার পর আমি কালার করা শুরু করলাম।প্রথমে আমি ধাপে ধাপে পাতাগুলোর কালার করলাম।এরপর আমি আমের কালার করলাম।আমি এখানে সবগুলো আম পাঁকা আমের কালার করলাম।সব কিছু কালার করার পর আমি শেষে ১০বি পেন্সিল ব্যবহার করে সব আউটলাইন গুলো গাঢ় করে দিলাম।আমি খুব সহজেই ধাপে ধাপে ছবিটা এঁকেছি। নিচে আমি ছবিটা আকাঁনোর সকল ধাপগুলো দেখানোর চেষ্টটা করেছি।আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন।


ছবিটা আকাঁনোর সকল ধাপগুলো নিম্নরূপ -


প্রথম ধাপ-

IMG_20210715_164800.jpg


দ্বিতীয় ধাপ-

IMG_20210715_164929.jpg


তৃতীয় ধাপ-

IMG_20210715_165131.jpg


চতুর্থ ধাপ-

IMG_20210715_165308.jpg


পঞ্চম ধাপ-

IMG_20210715_165453.jpg


ষষ্ঠ ধাপ-

IMG_20210715_165510.jpg


সপ্তম ধাপ-

IMG_20210715_165735.jpg


অষ্টম ধাপ-

IMG_20210715_170002.jpg


নবম ধাপ-

IMG_20210715_170143.jpg


দশম ধাপ-

IMG_20210715_170348.jpg


এগারোতম ধাপ-

IMG_20210715_170522.jpg


বারোতম ধাপ-

IMG_20210715_170652.jpg


তেরোতম ধাপ-

IMG_20210715_173327.jpg


চৌদ্দতম ধাপ-

IMG_20210715_173508.jpg


পনেরোতম ধাপ-

IMG_20210715_173539.jpg


ষোলোতম ধাপ-

IMG_20210715_195242_971.jpg


আশা করি আমার আজকের আকাঁনো ছবিটা আপনাদের কাছে পছন্দ হয়েছে।আমি খুব সহজেই আপনাদেরকে দেখানোর চেষ্টটা করেছি।আপনারা চাইলে বাসায় চেষ্টটা করতে পারেন।সবাই ভালো থাকবেন-সুস্থ থাকবেন।আশা করি আবার দেখা হবে পরে কোনো নতুন ধরনের পোষ্ট নিয়ে।


সবাইকে অনেক ধন্যবাদ আমার আজকের ড্রইংটা দেখার জন।



Cc:
@blacks
@faisalamin
@beautycreativity



Sort:  
 3 years ago 

Nice sketching

 3 years ago 

Thanks.

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.26
JST 0.041
BTC 98006.15
ETH 3630.21
USDT 1.00
SBD 3.23