পাল তোলা নৌকা অংকন করার ধাপ সমুহ -

in Beauty of Creativity3 years ago


আসসালামু আলাইকুম,


সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আমার আরেকটা ড্রইং নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টটা করব কিভাবে খুব সহজে পাল তোলা নৌকা অংকন করা যায়। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন শুরু করি-


IMG_20210723_153627.jpg

ছবিটা আকাঁনোর জন্য প্রয়োজনীয় উপকরণ-

১। পেপার
২। পেন্সিল ২বি এবং ১০বি।
৩।রাবার
৪। বিভিন্ন কালার রঙ।


প্রথম ধাপ-

IMG_20210723_151926.jpg

প্রথমে আমি ২বি পেন্সিল ব্যবহার করে নোকার নিচের তলার অংশটুকু অংকন করলাম।


দ্বিতীয় ধাপ-

IMG_20210723_152048.jpg

এরপর আমি নৌকা এবং তার সাথে ছাউনি অংকন করলাম।


তৃতীয় ধাপ-

IMG_20210723_152232.jpg

এরপর আমি নৌকার পাল এবং বাকি অংশটুকু অংকন করলাম।


চতুর্থ ধাপ-

IMG_20210723_152525.jpg

অংকন করার পর আমি রঙ করা শুরু করলাম।প্রথমে আমি নৌকার ছাউনির কালার করলাম।


পঞ্চম ধাপ-

IMG_20210723_152621.jpg

এরপর আমি নৌকার ভিতরে এবং পালের সাথে যে লাঠিটা দেওয়া আছে তার কালার করলাম।


ষষ্ঠ ধাপ-

IMG_20210723_152734.jpg

IMG_20210723_152838.jpg

এরপর আমি নৌকার যে পাল আছে তার কালার করলাম।


সপ্তম ধাপ-

IMG_20210723_152946.jpg

এরপর আমি পানির কালার করলাম। আমি শুধু নৌকার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য পানির কালার করেছি।


অষ্টম ধাপ-

IMG_20210723_153029.jpg

এরপর আমি পানির উপর নৌকার পালের জল ছাপটা দেওয়ার চেষ্টটা করলাম।


নবম ধাপ-

IMG_20210723_153511.jpg

এরপর আমি রঙ করা শেষ করলাম। এরপর আমি ১০বি পেন্সিল ব্যবহার করে সকল দাগগুলো গাঢ় করে দিলাম।এভাবে আমি আমার আজকের নৌকা অংকন করলাম।

IMG_20210723_153627.jpg


আশা করি আমার আজকের ড্রইংটা আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন-সুস্থ থাকবেন।সবাইকে অনেক ধন্যবাদ আমার পোষ্টটা পড়ার জন্য।



Cc:

@blacks
@tanuja
@faisalamin





Sort:  

Wow, You did a great job. Keep up the good work

 3 years ago 

Thanks bro.

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.029
BTC 63725.17
ETH 2619.74
USDT 1.00
SBD 2.82