"খুব সহজে কলা গাছ অংকন করার ধাপ সমূহ"......
আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন? আজকে আমি আপনাদের সাথে আমার আরেকটা নতুন ড্রইং শেয়ার করব। আশা করি আপনাদের সকলের কাছে খুব ভালো লাগবে। কিভাবে খুব সহজে আপনারা কলা গাছ অংকন করবেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টটা করব। আশা করি আপনারা সকলেই খুব সহজ ভাবে বিষয়টা বুঝতে পারবেন। চলুন শুরু করি-
খুব সহজে কলা গাছ অংকন
উপকরণ-
১।পেপার
২।পেন্সিল ২বি এবং ১০বি।
৩।রাবার
৪।বিভিন্ন কালার রঙ।
প্রথম ধাপ-
প্রথমে আমি ২বি পেন্সিল ব্যবহার করে কলা গাছের নিচের কিছুটা অংশ অংকন করে নিলাম।
দ্বিতীয় ধাপ-
এরপর আমি কলাগাছের কয়েকটা পাতা অংকন করলাম।
তৃতীয় ধাপ-
এবার আমি কলা গাছটা সম্পূর্ণ অংকন করে নিলাম। তবে কলা গাছের পাতা অলকন করার সময় দুই পাশেই পাতা দিতে হবে।
চতুর্থ ধাপ-
এবার আমি কালার করা শুরু করলাম। প্রথমে আমি পাতাগুলোতে সবুজ কালার করে নিলাম।
পঞ্চম ধাপ-
এরপর পাতার বাকি অংশটুকু টিয়া কালার করে দিলাম।
ষষ্ঠ ধাপ-
কলা গাছের গায়ে অনেক সময় শুকনা পাতা থাকে সেটাকে হালকা ভাবে বোঝানোর জন্য আমি এখানে বাদামি কালারটা হালকা করে ব্যবহার করেছি।
সপ্তম ধাপ-
এরপর আমি কলা গাছের গায়ে সবুজ ও আরও কয়েকটা কালার মিশ্রন করে কালার করে নিলাম।
অষ্টম ধাপ-
এবার আমি ১০বি পেন্সিল ব্যবহার করে সকল দাগগুলো গাঢ় করে দিয়ে দিলাম।
নবম ধাপ-
সবার শেষে আমি পেন্সিল দিয়ে কলাগাছের গায়ে একটু কালো কালো দেওয়ার চেষ্টটা করেছি। যাতে দেখতে সুন্দর লাগে।
এভাবেই আমি আজকে খুব সহজেই ধাপে ধাপে আমার আজকের ড্রইং কলা গাছ অংকন করলাম। আমি আপনাদেরকে খুব সুন্দর ভাবে দেখানোর চেষ্টটা করেছি। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
সবাইকে অনেক ধন্যবাদ আমার পোষ্টটা দেখার জন্য।