ম্যান্ডেলা আর্টে ফুল❀ || ১০% বেনেফিসিয়ারিস @beautycreativity এর জন্য
সবাইকে।
কেমন আছেন সবাই? আসা করি আল্লাহ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি । আমার নতুন ব্লগে আপনাদের স্বাগতম। টাইটেল দেখে বুঝতে পেরেছন যে কি টপিক নিয়ে আমি আমার ব্লগ শুরু করতে যাচ্ছি।
অনেক দিন হয়ে গলো আমি ম্যান্ডেলা আর্ট আঁকি না। তাই ভাবলাম একটা ম্যান্ডেলা আর্ট আঁকি। একটা সময় সবাই আমাকে ম্যান্ডেলা আর্টটের আপুটি বলে ছিনতো। তার কারণ আমি মোটামুটি ভালো ম্যান্ডেলা আর্ট করতে পারতাম। আমার মতে ম্যান্ডেলা সব থেকে সহজ একটা আর্ট। যদিও এটা ধৈর্যের কাজ, কিন্তু সহজ।
আজকে আমি একটা ফুলের মধ্যে ম্যান্ডেলা আর্ট দিবো। কিভাবে তা আঁকালাম সম্পূর্ণ প্রক্রিয়া ধাপে ধাপে নিম্নে তোলে ধরেছি। আশা করি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তাহলে শুরু করা যাক।
প্রয়োজনীয় যন্ত্রপাতি..
১. কাগজ
২.পেন্সিল।
৩.কলম।
ধাপ-১
প্রথমে আমি পেন্সিল দিয়ে কগজের মাঝ বরাবর ফুল আঁকা শুরু করালাম। এতে ছোট ছোট করে ৬টা পাপড়ি আঁকালাম।
ধাপ-২
দ্বিতীয়ত ছোট ছোট পাপড়ির মাঝ বরাবর আবার পাপড়ি আঁকালাম। এ পর্যায়ে ফুলটা আঁকা শেষ করলাম।
ধাপ-৩
তৃতীয়ত কলম দিয়ে পাপড়িগুলো এঁকে তার মধ্যে ম্যান্ডেলা আর্ট দিলাম। এখানে আমি Pilot hi-tecpoint V5 Grip কলমটি ব্যবহার করেছিলাম।
ধাপ-৪
এ পর্যায়ে আরও কয়েকটি পাপড়ি কলম দিয়ে আঁকলাম এবং তার মধ্যে ম্যান্ডেলা আর্ট দিলাম।
ধাপ-৫
পঞ্চম ধাপে ম্যান্ডেলা আর্টটি আঁকা প্রায় শেষ। এবার বড় পাপড়িগুলো মধ্যে ৩টা করে পাপড়ি দিয়ে দিলাম। এতে করে আমার ম্যান্ডেলা আর্টটি বেশ ফুটে উঠেছে।
ধাপ-৬
অবশেষে 12B পেন্সিল দিয়ে ছোট পাপড়িগুলোর মধ্যে ছায়া দিয়ে দিলাম। এভাবেই আমার ম্যান্ডেলা আর্টটি আঁকা শেষ করলাম।
আশা করি সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে ভুলবেন না।
আল্লাহ হাফেজ
Nice to see your Mandela art. Your Mandela art is so perfect. Thank you so much for sharing such an amazing artist.
Thanks for commenting.
Wow. This art is looking pretty awesome. You make this art as Very well. Thanks for sharing. I am very impressed to see this.
Thank you so much.