ফটোগ্রাফি : গোলাপ ফুলের ফটোগ্রাফি
হ্যালো প্রিয় বন্ধুরা,
কেমন আছেন বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার সুস্থ এবং ভালো থাকার কামনা করছি। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মত আজও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটা পোস্ট নিয়ে। আমি সবসময় ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। কোথাও গেলে আমি চেষ্টা করি বিভিন্ন ধরনের ফটোগ্রাফি গুলো করার। বিশেষ করে ফুল কিংবা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতেও আমি পছন্দ করি। আমি যখনই সময় পাই বিভিন্ন কিছুর ফটোগ্রাফি করার চেষ্টা করি। আমি মনে করি ফটোগ্রাফি করাটা ও একটা শিল্প। যেটা আমার খুবই ভালো লাগে। তাই জন্য আজকে আপনাদের সামনে খুব সুন্দর একটি ফটোগ্রাফি নিয়ে আসলাম। আশা করব আমার ফটোগ্রাফি টা আপনাদের সবার ভালো লাগবে।
আজকে আমি গোলাপ ফুলের ফটোগ্রাফি করেছি। গোলাপ ফুল চিনে না এরকম মানুষ অনেক কম আছে। গোলাপ ফুল অনেক ধরনের হয়ে থাকে এবং অনেক কালারের হয়ে থাকে। গোলাপ ফুলের এত সুন্দর সুন্দর কালার আছে যে তা দেখে মুগ্ধ হয়ে যাবেন। গোলাপ ফুল সব দেখে চাষ করা হয়ে থাকে। আমাদের গ্রামে অনেক বাড়িতে গোলাপ ফুলের গাছ আছে। আমার কাছে গোলাপ ফুল অনেক সুন্দর লাগে। আজকের এই গোলাপ ফুলের ফটোগ্রাফি গুলো আমি একটি হোটেলে খাবার খাওয়ার জন্য গিয়েছিলাম। তখন তখন এর সামনে অনেক ধরনের ফুল দেখতে পাই। এরপর আমি কিছু ফটোগ্রাফি করি। আশা করি এই ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে, ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই।
device : Redme note 11
লোকেশন পোস্ট বিবরণ
শ্রেণী | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 11 |
ফটোগ্রাফার | @nhriyad |
লোকেশন | বাংলাদেশ |
https://x.com/NHRiyad422107/status/1798222284328726766?t=4ctL0RIrASz2Py4GpKBprA&s=19
You have done a great rose photography, your rose photography is very clear and beautiful. Thanks for sharing
Many colors are mixed in one rose. So rose flower looks very beautiful.
আজ তো আপনি দেখে অনেক দারুন সব ফটোগ্রাফি করেছেন। আমি মুগ্ধ হয়ে ছিলাম আপনার ফটোগ্রাফি গুলো দেখে