ফটোগ্রাফি : গোলাপ ফুলের ফটোগ্রাফি

in Beauty of Creativitylast month

হ্যালো প্রিয় বন্ধুরা,

কেমন আছেন বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার সুস্থ এবং ভালো থাকার কামনা করছি। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মত আজও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটা পোস্ট নিয়ে। আমি সবসময় ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। কোথাও গেলে আমি চেষ্টা করি বিভিন্ন ধরনের ফটোগ্রাফি গুলো করার। বিশেষ করে ফুল কিংবা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতেও আমি পছন্দ করি। আমি যখনই সময় পাই বিভিন্ন কিছুর ফটোগ্রাফি করার চেষ্টা করি। আমি মনে করি ফটোগ্রাফি করাটা ও একটা শিল্প। যেটা আমার খুবই ভালো লাগে। তাই জন্য আজকে আপনাদের সামনে খুব সুন্দর একটি ফটোগ্রাফি নিয়ে আসলাম। আশা করব আমার ফটোগ্রাফি টা আপনাদের সবার ভালো লাগবে।

আজকে আমি আপনাদের মাঝে একটি সুন্দর গোলাপ ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়ে গেলাম। গোলাপ ফুল পছন্দ করে না এরকম মানুষ কম আছে। গোলাপ ফুলের অনেক ধরনের কালার হয়ে থাকে।
লাল
সাদা
হলুদ
হালকা গোলাপি
ল্যাভেন্ডার
আরো অনেক ধরনের কালার হয়ে থাকে। বিশেষ করে লাল সাদা এবং হলুদ কালারের গোলাপ ফুল বেশিরভাগ দেখা যায়। এই গোলাপ ফুলটির উপর মনে হচ্ছে যে কেউ রক্ত ছিটিয়ে দিয়েছে। গোলাপ ফুলটি যখন আমি প্রথমে দেখি তখনই মুগ্ধ হয়ে গেলাম। মনে মনে ভাবি এত সুন্দর সুন্দর ফুল আছে যে আমি আগে জানতাম না। আমি যখন থেকে ফটোগ্রাফি করা শুরু করেছি তখন থেকে অনেক সুন্দর সুন্দর ফুল দেখতে পেরেছি। এই গোলাপ ফুলটির ফটোগ্রাফি আমি একটি নার্সারি থেকে করেছি। এরকম সুন্দর সুন্দর ফুল বেশিরভাগ নার্সারিতে দেখা যায়। আশা করি আপনাদের কাছে গোলাপ ফুলের ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে, ধন্যবাদ ভালো থাকবেন সবাই।

IMG-20240430-WA0017.jpg

IMG-20240430-WA0018.jpg

IMG-20240430-WA0015.jpg

IMG-20240430-WA0016.jpg

IMG-20240430-WA0019.jpg

device : Redme note 11
লোকেশন


পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসRedmi note 11
ফটোগ্রাফার@nhriyad
লোকেশনবাংলাদেশ

IMG-20220603-WA0000.jpg

ধন্যবাদ সবাইকে

Sort:  
 last month 

ওয়াও কি সুন্দর গোলাপ ফুল। দেখতে অনেক সুন্দর ছিল গোলাপ ফুলটি। আমার পছন্দের ফুল গোলাপ ফুল। আপনি এত সুন্দর গোলাপ ফুলের ফটোগ্রাফি করেছেন দেখে অনেক আনন্দিত হলাম।

 last month 

বাহ আপনি তো খুব চমৎকার গোলাপ ফুলের ফটোগ্রাফি করেছেন। গোলাপ ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লাগে।

 last month 

আপনি তো দারুণভাবে গোলাপ ফুলের ফটোগ্রাফিক ক্যাপচার করেছেন। সত্যি বলতে আপনার গোলাপ ফুলের ফটোগ্রাফি দেখে আমি হা করে তাকিয়ে রইলাম। অসাধারণভাবে ফটোগ্রাফি করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last month 

বাহ এরকম ভ্যারাইটির গোলাপ তো তেমন দেখাই যায় না, এক দম আনকমন। খুব সুন্দর ক্যাপচার করেছেন।

 last month 

I like this rose flower photography with red and white color combination. This wonderful flower is rarely seen. Thank you for sharing these beautiful flower photographs

 last month 

A beautiful color rose flower. I like seeing such beautiful rose flowers.

 last month 

গোলাপ ফুল আমার কাছে ভীষণ ভালো লাগে ।আর আজকে আপনি আমার পছন্দের গোলাপ ফুলের ফটোগ্রাফি করেছেন। যা দেখতে ভীষণ সুন্দর হয়েছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last month 

দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার ফটোগ্রাফি করার হাত খুব অসাধারণ। ফটোগ্রাফির ক্যাপচার গুলো খুব দারুণ হয়েছে। এককথায় জাস্ট অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66548.53
ETH 3594.05
USDT 1.00
SBD 2.91