BOC-Photography: মাছির ফটোগ্রাফি

in Beauty of Creativitylast year

BOC ৬ -এপ্রিল-২০২৩


হ্যালো বন্ধুরা "আসসালামু আলাইকুম" আশা করি সবাই ভাল আছেন। সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমিও অনেক সুস্থ এবং ভাল আছি। আজ আমি সবার সাথে আমার তোলা মাছির ফটোগ্রাফি শেয়ার করব। ফটোগ্রাফি করতে আমি খুব বেশি ভালোবাসি। আমার যখন মন খারাপ থাকে তখন আমি ফটোগ্রাফি করতে বের হই। আর যখন ভালো কিছু ফটোগ্রাফি করতে পারি তখন মন ভালো হয়ে যায়। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে ফটোগ্রাফি করি। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি করতে আমি খুব ভালোবাসি। আমি আশা করি আপনাদের সবার আমার মাছির ফটোগ্রাফি গুলো ভালো লাগবে।

এটি খুবই পরিচিত একটা খুবই ছোট্ট একটি প্রাণী। মাছির সাথে আমরা সবাই পরিচিত। মাছি ছোট হলেও দেখতে কিন্তু এমনিতে ভীষণ ভালো লাগে। বিভিন্ন রকম ফুলের উপরে বসে থাকতে দেখা যায় মাছিগুলোকে। আমি যখন এই মাছিটি দেখে ছিলাম অনেকক্ষণ পর্যন্ত মাছিটির দিকে তাকিয়ে ছিলাম। খুবই ভালো লেগেছিল এমনিতে মাছিটির সাথে সময় কাটাতে। এর মাছিটি একটি বন্য ফুলের উপরে বসে ছিল। তাই একটু বেশি ভালো লেগেছিল দেখতে। এরকম সৌন্দর্যতা উপভোগ করতে তার কাছেই না ভালো লাগবে। এরকম সৌন্দর্যতা উপভোগ করতে আমার কাছে একটু বেশি ভালো লাগে।

বন্য ফুলের উপরে বসে থাকা মাছিটির ফটোগ্রাফি আমি করেছিলাম আমাদের বাড়ির পেছনের জায়গা থেকে। আসলে আমি মাঝে মাঝেই বিকেল বেলায় হাটাহাটি করার জন্য আমাদের বাড়ির পেছনের অংশে থাকা জায়গাটিতে গিয়ে থাকি। এখানকার পরিবেশ আমার কাছে একটু বেশি ভালো লাগে। সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমি এই বন্যফুলের উপরে বসে থাকা মাছিটিকে দেখতে পেয়েছিলাম। তপন সাথে সাথে ফটোগ্রাফি না করে আর থাকতেই পারলাম না। সৌন্দর্যতা যেন আরো বেশি বৃদ্ধি পেয়েছিল ফটোগ্রাফি করার পরে। ফটোগ্রাফি করে মনটাও ভালো হয়ে গিয়েছিল।

আমি আশা করি আমার মাছির ফটোগ্রাফি টি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। ফটোগ্রাফি করতে আমি অনেক পছন্দ করে থাকি। দূর-দূরান্তে গিয়ে আমি ফটোগ্রাফি করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পোস্ট শেষ করলাম।

20221116_115720.jpg

20221116_115527.jpg

20221116_115554.jpg

20221116_115755.jpg

20221116_120131.jpg

20221116_115710.jpg

20221116_115712.jpg

Camera 📸 smartphone
Original photo by #narocky71
https://w3w.co/edgier.henna.washed


পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ক্যামেরাস্মার্টফোন
পোস্ট তৈরি#narocky71
লোকেশনবাংলাদেশ

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt19wxbmL4DWvNWZH46i2zsUe6gT5tvR7XyW953oHQg91o8HzPSwpnNk1XuzU6x6wVtBHwjwzk7DnqJSZs8S.png


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ. .
💖ধন্যবাদ💖

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 61620.03
ETH 3394.18
USDT 1.00
SBD 2.50