জামরুল ফুলের ফটোগ্রাফি | Beauty of Creativity || 10% beautycreativity
হ্যালো বন্ধুরা
আশা করি সবাই ভাল আছেন। সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমিও অনেক সুস্থ এবং ভাল আছি। আজ আমি সবার সাথে আমার তোলা জামরুল ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। আশা করি আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে।
আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি জামরুল ফুলের ফটোগ্রাফি। আমাদের বাড়িতে একটি জামরুল ফল গাছ রয়েছে। গাছটি আমি কয়েক বছর আগে বাড়িতে লাগিয়েছি। গত বছর দুই একটা জামরুল ধরেছে। কিন্তু এবছর আল্লাহর রহমতে খুব ভালো জামরুল ধরেছে। হঠাৎ করে জামরুল গাছে ফুল গুলো দেখে আমার খুবই ভালো লেগেছে। তখনই আমি এই ফটোগ্রাফি গুলো করি।
আমাদের দেশে ও বিভিন্ন জাতের জামরুল গাছ রয়েছে। জামরুল ফল খুবই মিষ্টি হয়ে থাকে। বিশেষ করে যে ফলগুলো সবুজ এবং লাল জামরুল হয় সেগুলো সব চাইতে বেশি মিষ্টি হয়। আমরা জামরুল কে আমরূজ নামে চিনি। আমাদের দেশে আমরুজ নামে পরিচিতি পেয়েছে।
সাধারণত জামরুল গাছ জন্মে বীজ থেকে। ডালপালাগুলো কে বিভিন্ন পোকামাকড় কম আক্রান্ত হতে পারে। কিন্তু জামরুল ফল কে আক্রমণ করতে খুব সহজে পারে। বিশেষ করে মিষ্টি হওয়ার কারণে বিভিন্ন পোকামাকড় গুলো ফলটাকে সহজেই নষ্ট করে ফেলে।
꧁࿈
আমি আশা করি আমার ফটোগ্রাফি টি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। ফটোগ্রাফি করতে আমি অনেক পছন্দ করে থাকি। দূর-দূরান্তে গিয়ে আমি ফটোগ্রাফি করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পোস্ট শেষ করলাম।
֍
🕯️ পোস্ট বিবরণ🕯️
শ্রেণী | ফটোগ্রাফি |
---|---|
ক্যামেরা | রিয়েলমি ৭আই |
পোস্ট তৈরি | @𝑛𝑎𝑟𝑜𝑐𝑘𝑦71 |
লোকেশন | ফেনী, বাংলাদেশ |
https://w3w.co/edgier.henna.washed
Jamrul's photographs were really great. You have blossomed them with great skill and Jamrul's flower has been a great blessing .
আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ। দেখে খুবই ভালো লাগলো। সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। শুভকামনা রইল।
it's really beautiful and unique flowers. no doubt your photography skill .caused you always proved you doing good .
প্রিয় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে একটি মন্তব্য করার জন্য।
জামরুল ফুলের ফটো এত সুন্দর করে উপস্থাপন করা যায় সেটা এই পোস্ট না দেখলে হয়তো বোঝা যেত না। আপনার জন্য শুভ কামনা রইলো।
ভাই জামরুল ফুলের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে । জামরুল আমার খুবই প্রিয় একটি ফল। এই ফুলগুলো থেকে যখন ফল হবে তখন আরো একবার আমাদের সাথে সেই ফটোগ্রাফি গুলো শেয়ার করবেন।