ঝুলন্ত সেতু অংকন//২১-০৪-২০২২//১০% বেনিফিসিয়ারি @beautyofcreativity

in Beauty of Creativity2 years ago

হ্যালো বন্ধুরা।
কেমন আছেন আপনারা সবাই?
আশাকরি সকলেই সুস্থ এবং ভাল আছেন আমি আল্লার রহমতে অনেক ভাল আছি। আশা করি সকলেই বিউটি অফ ক্রিয়েটিভিটি কমিউনিটি তে কাজ করে অনেক উপভোগ করছেন আমিও এই কমিউনিটিতে কাজ করতে অনেক ভালোবাসি।

IMG_20220421_120017_957.jpg

আজকে আমি আপনাদের সামনে একটি অংকন নিয়ে হাজির হয়েছি। এটি একটি ঝুলন্ত ব্রিজের ছবি। ওয়েল পেস্টেল রং দিয়ে অঙ্কন করেছি। কালারগুলো খুব বেশি ভালো না হওয়ার কারণে ভালো করে ফিনিশিং করতে পারিনি।
আমি আমার চিত্র অঙ্কনের ধাপগুলো এখন নিচে বর্ণনা করব:

উপকরণ:

১.পেন্সিল
২.স্কেল
৩.রাবার
৪.শার্পনার
৫.অয়েল প্যাস্টেল রং


IMG_20220421_122134_003.jpg

চিত্র অঙ্কনের ধাপগুলো


ধাপ -১

প্রথমে আমি একটি আর্ট পেপারে ব্রিজের চিত্রটি অঙ্কন করে নিলাম। এরপর উপর দিয়ে ব্রিজকে টানা দেওয়ার জন্য একটি পোল একে দিয়েছিলাম।

IMG_20220421_104601_994.jpg



ধাপ -২

এরপর আমি ব্রিজ কে রং করা শুরু করেছিলাম। প্রথমে আমি হলুদ রং দিয়ে শুরু করেছিলাম।

IMG_20220421_105202_899.jpg


ধাপ -৩

এরপরে আমি কমলা রঙের কালার ব্যবহার করেছিলাম। এরপরে গোলাপি রঙের কালার এবং নীল রং ব্যবহার করেছিলাম। সুন্দর করে সবগুলো রং মেশানোর চেষ্টা করেছিলাম।

IMG_20220421_105750_778.jpg

IMG_20220421_111024_987.jpg



ধাপ -৪

রং করা শেষ হয়ে গেলে আমি আবার ব্রিজ কে কালো রং দিয়ে সুন্দর করে স্পষ্ট করে তুলেছিলাম। অংকন করা হয়ে গেলে চারপাশ দিয়ে আমি দড়ি একে দিয়েছিলাম।

IMG_20220421_112430_437.jpg



ধাপ -৫

এরপর আমি ব্রিজের সাইটে একটি পাহাড় একে দিয়েছিলাম। পাহাড়টি কে আমি কালো এবং সাদা রং করেছিলাম।

IMG_20220421_112547_005.jpg



ধাপ -৬

এরপর আমি ব্রিজের নিচ দিয়ে উড়ন্ত পাখি একে দিয়েছিলাম।

IMG_20220421_113959_785.jpg

IMG_20220421_114833_733.jpg



ধাপ -৭

সর্বশেষ আমি আবার রংগুলোকে ভালোভাবে মিশিয়ে ছিলাম। এরপর রং করা শেষে আমি পোস্ট করেছিলাম।

IMG_20220421_120017_957.jpg


এভাবে আমি আমার অংকন শেষ করেছিলাম।
আজকে এই পর্যন্তই আবারও আপনাদের সামনে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হব ততক্ষন পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবেন।
আল্লাহাফেজ
@nadimmahmud

Sort:  
 2 years ago 

your painting is good mate

 2 years ago 

Thank you

 2 years ago 

আপনার জুলন্ত সেতুর ড্রয়িং সত্যি খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

Zazakallaho khairan Vai

 2 years ago 

আপনি খুবই সুন্দর করে আমাদের মাঝে একটি অঙ্কন করে শেয়ার করেছেন। অসাধারণ লাগছে

 2 years ago 

ধন্যবাদ ভাই

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.034
BTC 63094.38
ETH 3148.11
USDT 1.00
SBD 3.88