Some beautiful wild plant & flower photography | 10 to @boc
"Bismillah-hir-rahman-ir-rahim"
হ্যালো বন্ধুরা
সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। প্রতিদিনের মত আজকেও আমই একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে চলে এলাম। আজকে আমি গ্রামের রাস্তায় অযত্নে অবহেলায় পড়ে থাকা কিছু প্রাকৃতিক সৌন্দর্য্য আপনাদের সামনে তুলে ধরবো।
যে ফুলটি দেখতে পাচ্ছেন তার সঠিক নাম আমার জানা নেই। তবে এলাকায় এটি জংলী ফুল নামেই পরিচিত। এই ফুল গাছ অবশ্য গ্রামের কবিরাজ রা ওষুধ বানাতে ব্যবহার করে থাকে। এই গাছ গুলোতে খুব ই সুন্দর অনেকটা গোল বলের মত ফুল ফুটে থাকে। এগুলো অনেক নরম আর তুলতুলে হয়।
এই গাছ অনেক ছোট আকৃতির হয়, মানুষ সেভাবে এই ফুলের মূল্যায়ন করে না। তবে এই ফুল আমি ক্যামেরাবন্দী করার পর এর রূপের প্রেমে পড়ে গিয়েছি। তাই আপনাদের সাথে শেয়ার করা।
ফুল গুলোর ফটোগ্রাফি করার সময় পাশেই আরেকটি গাছে নজর পড়ে। এই গাছের নাম ও আমার অজানা। তবে ছোটবেলায় এই গাছের ফল গুলো নিয়ে আমরা অনেক খেলেছি। এগুলোকে আমরা বলতাম জংলী কলা গাছ। চলুন এই গাছের কিছু ফটোগ্রাফি দেখা যাক।
সব মিলিয়ে আমি দারুণ কিছু প্রকৃতির ফটোগ্রাফি করতে পেরেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের ফটোগ্রাফি কেমন লাগলো অবশ্যই মতামতে জানাবেন।
Camera | Nikon D5500 |
---|---|
Category | Nature photography |
photographer | @mukitsalafi |
Location | Naogaon,Bangladesh |
Your photography is so perfect my friend I love seeing the background.
Thanks a lot my friend.
আজকে আপনি কি সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছে। দেখতে আমার কাছে খুব ভালো লেগেছে। এরকম সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট দেয়ার জন্যে। ভালো থাকবেন।
X promotional link
https://twitter.com/Mukit_Salafi/status/1767478417749168367?t=rF7SQUtYGVicUJuqHErgdw&s=19
Amazing shots. You Photography skills are awesome.