সরিষা ফুলের ফটোগ্রাফি | 10% to @beautycreativity
"Bismillah-hir-rahman-ir-rahim"
ঢাকা শহরের কোলাহল ফেলে কিছুদিন আগে গিয়েছিলাম গ্রামে। গ্রাম আমাকে ভীষণ ভাবে কাছে টানে। এর আলো বাতাস, সবুজ প্রকৃতির সাথে আমার অনেক আগে থেকে সখ্যতা। গ্রামে গিয়ে মন ভরে নি:শ্বাস নেয়ার যে ব্যাপারটা সেটা আমার খুব প্রিয়।
কিছুদিন আগে গ্রামে গিয়ে ঘুরতে বের হয়েছিলাম। গ্রামে গেলে ছবি তুলার জন্যে সাব্জেক্ট খোজা লাগে না। আপনার চারপাশে দেখবেন অসংখ্য সাব্জেক্ট। আপনি জাস্ট খালি ক্লিক করবেন।
আমি অবশ্যই গ্রামে যাবার সময় প্রতিবার আমার ক্যামেরা সাথে রাখি, এবারও ব্যতিক্রম হয় নি।
উপরে যে ফুলের ছবিটি দেখছেন এটি সরিষা ফুলের ছবি। যদিও এই মরসুমে সরিষা কাটা প্রায় শেষ। তবে আমি গিয়ে একটি জমিতে দেরিতে লাগানো সরিষার দেখা পাই। পুরো ক্ষেতে সরিষা দিয়ে ভরপুর, আমি প্রথমে ভেবেছিলাম যেহেতু ফুল নাই তাহলে সরিষার ছবি তুলি। কিন্তু অবাক হয়ে আবিস্কার করলাম ক্ষেতে মাঝে ছোট একটা গাছে সরিষা ফুল এখনো ফুটে আছে।
মনে মনে হাসলাম আর ভাবলাম এই ফুল মনে হয় আমি আসবো বলেই ফুটেছে। আমি আর দেরি না করে ক্যামেরা দিয়ে ঝটপট কিছু ফটোগ্রাফি করে নিলাম।
সরিষা ক্ষেতে গেলে নাকে অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ পাবেন। পাকা সরিষার ক্ষেতে এই ঘ্রাণ আরো বেশি তীব্র হয়। আমি মন ভরে সরিষা ক্ষেতের পাশে দাঁড়িয়ে ছবি তুলছি আর নি:শ্বাস নিচ্ছি।
চলুন বাকি ফটোগ্রাফি গুলো দেখে আসা যাক।
সরিষার ফুল সাধারণত হলুদ হয়, তবে কিছু কিছু জাতের ফুল সাদা রঙ এর ও হয়ে থাকে। এই ফুল গুলো থেকে পরে সরিষা দানা হয়। এবং সেই দানা পেকে গেলে তা থেকে আমরা পাই সরিষার তেল। এই তেল কিন্তু সয়াবিন থেকে অনেক ভালো। বাংলাদেশের মানুষেরা যেকোন রকম ভর্তা বা আচারে এই সরিষার তেল ব্যাপকহারে ব্যবহার করে থাকে।
Camera | Nikon D5500 |
---|---|
Category | Nature photography |
photographer | @mukitsalafi |
Location | Naogaon,Bangladesh |
Twitter link
https://twitter.com/Mukit_Salafi/status/1765329089706291262?t=cOq_m1f_UzHAxti06X2DAg&s=19
সরিষা ফুলের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে ধন্যবাদ।
আপনার সাথে সাথে আমিও বেশ মজা পেলাম এবং হাসিও পেল, কারণ আপনি প্রথমে ভেবেছিলেন সরিষা ফুলের দেখা মিলবে না ।।সরিষার ছবি তুলবেন তবে, এটা কিন্তু সত্যি হয়েছে আপনার জন্যই হয়তো ফুলগুলো ফুটেছে।।। আর ফটোগ্রাফি গুলো কিন্তুু অসম্ভব সুন্দর হয়েছে দেখতে মাশআল্লাহ।।
আসলেই তো সরিষার ফুল এখন ফোটার কোন কথায় ছিল না। এগুলো কিভাবে যে এলো তাই প্রথম বুঝতে পারি নি। তবে যাই, হোক ফুল গুলো তুলে আমি কিন্তু ফটোগ্রাফি করতে ভুলি নি।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্যে।