Eclipta alba Linn বা ভৃঙ্গরাজ ফুলের ফটোগ্রাফি. 10% beneficiary for @boc

in Beauty of Creativitylast year (edited)

"Bismillah-hir-rahman-ir-rahim"

Assalamualaikum

আমাদের চারপাশে অসংখ্য বুনোফুল ফুটে থাকে। এদের রুপ দেখে যে কেউ প্রেমে পড়তে বাধ্য। বাংলাদেশের বড় বড় দালান বা এপারটমেন্টেন সামনে গুল্ম জাতীয় একধরনের গাছে হলুদ সূর্যমুখীর মত ফুল গাছ দেখা যায়। এটিই ভৃঙ্গরাজ ফুল। এর আরেক টি নাম আছে। অনেকেই এটিকে Eclipta Alba Lin নামে চিনে।

পথের ধারে স্যাতস্যাতে যায়গায় বিশাল যায়গা নিয়ে এই ফুল গাছের বিচরণ প্রায়শই দেখা যায়। সারা বছর ই কম বেশি এই গাছে ফুল দেখা যায়৷ দেখতে অনেকটা সূর্যমুখীর মত শুধু সাইজ টা অনেক ছোট। অনেক গুলো হলুদ রঙ এর ছোট ছোট পাপড়ি এক্টির উপর আরেকটি দেখতে পাওয়া যায়। মাঝখানে একটা কলির মত থাকে।

এই ফুল খুব কাছে থেকে দেখলে খুব ই চমৎকার লাগে। আমি আজকে সকালে আমার বাসার ছাদে গিয়ে দেখি এই ফুল ফুটে আছে। ভাবলাম কয়েকটা ফটোগ্রাফি করলে ভালোই হয়। সেই থেকেই এই ছবি গুলো আমার মোবাইল ক্যামেরায় বন্দী করা।

আমার ফটোগ্রাফি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

Post Details

CameraSamsung M31 Mobile
CategoryFlower photography
SoftwareLightroom apps
Photographer@mukitsalafi
LocationDhaka,Bangladesh
My Name is Mukitur Rahman. My Steemit user ID is @mukitsalafi. I am armature photographer. I love Photography. Photography is one of my dream. May be I am not a good photographer but everyday I am trying to learn new new photography skill. I also love cricket. Reading Novel is also my hobby. In my leisure time I go to my garden. Cactus is one my favorite plant.

"Newcomers' Community" Achievement Verified Link :

Achievement-1

Sort:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 last year 

Wow, some beautiful flower photography. Yellow petal flowers look very beautiful. Thank you for sharing flower photography with us.

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68195.23
ETH 2703.52
USDT 1.00
SBD 2.78