Beautiful Clerodendrum trichotomum 'Shiro' flowers photography ||10% to @beautycreativity
"Bismillah-hir-rahman-ir-rahim"
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন? চলছে গ্রীষ্মের তাপদাহ, সবাই চেষ্টা করবেন নিজের বাড়তি যত্ন নেয়ার। আশা করি সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন। আজকে আমি আবারো ফুলের ফটোগ্রাফি নিয়ে চলে এলাম। আশা করি আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।
আজকে আমি যে ফুলের ফটোগ্রাফি করেছি এটির নাম Clerodendrum trichotomum 'Shiro' যদিও এই ফুলের বাংলা নাম আমার জানা নেই।
এই ফুলটি যখন ফুটে তখন একদম সাদা শুভ্র রঙ থাকে। আস্তে আস্তে এটি গাড় লাল রঙ এর রূপ নেয়। অনেকটা বাংলাদেশের গ্রামাঞ্চলের ভাটির গাছের ফুলের মত হলেও এই ফুল বেশি সুন্দর হয় দেখতে।
ধারণা করা হয় এই ফুলটি গ্রীক থেকে বাংলাদেশে এসেছে। এই ফুলের গাছ অনেকটা ঝোপালো হয়, ৩-৬ মিটার অব্দি লম্বা হয়। গাড় সবুজ পাতার ফাকে এই ফুল ফুটে। চলুন Clerodendrum trichotomum 'Shiro' ফুলের কিছু ফটোগ্রাফি দেখা যাক।
এই ছিল আজকের Clerodendrum trichotomum 'Shiro' ফুলের ফটোগ্রাফি, কেমন লাগলো ফটোগ্রাফি গুলো, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন সবাই।
Camera | Nikon D5500 |
---|---|
Category | Photography |
Photographer | @mukitsalafi |
Location | Dhaka,Bangladesh |
X promotional link
https://twitter.com/Mukit_Salafi/status/1782977717324927161?t=HzRBZbwSfNv3lf9dOO6xzQ&s=19
This shot of yours is very clean I love looking at it
thanks a lot for support me
Wow shared beautiful flower photography. I really like to see different nature photography.
Thank you dear friend.