রক্ত করবী ফুলের অসাধারণ কিছু ফটোগ্রাফি ||10% to @beautycreativity
"Bismillah-hir-rahman-ir-rahim"
মানুষ বিভিন্ন সময় কুসংস্কার এ বিশ্বাস করে, অনেক রকম গাছ লাগায়। এই যেমন অনেকেই মনে করে বাসায় রক্ত করবী ফুল গাছ থাকলে সেই বাসায় ইভাব আসবে না।
বাগানপ্রিয় মানুষদের কাছে রক্তকরবী অনেক পরিচিত ও প্রিয় একটি ফুল। চিকন সবুজ পাতার ঝোপালো গাছে সারা বছর কম বেশি লাল ফুলে ভরে থাকে। ফুল গুলো যখন একসাথে ফুটে থাকে তখন অনেক মনোরম দেখায়।
এই ফুল ও ফুল গাছের অনেক রকম ওষধি গুনাগুন রয়েছে। এর মাতা থেতলে চুলে দিলে চুল পাকা বন্ধ হয়, চুল কালো হয়, পাশাপাশি কারো খোস পাচড়া হলে এই গাছের পাতা সেদ্ধ করে সি পানি দিয়ে গোসল করলে উপকার পাওয়া যায়।
চলুন আজকে এই রক্তকরবী ফুলের কিছু চমৎকার ফটোগ্রাফি দেখে আসি।
কেমন লাগলো আজকের রক্তকরবী ফুলের ফটোগ্রাফি গুলো, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন সবাই।
Camera | Nikon D5500 |
---|---|
Category | Photography |
Photographer | @mukitsalafi |
Location | Dhaka,Bangladesh |
X promotional link
https://twitter.com/Mukit_Salafi/status/1782214678976049647?t=r17SUOamPD8T47sQQV_Utw&s=19
রক্তকরবী ফুলের অসাধারণ কিছু ফটোগ্রাফি আজকে তুলে ধরেছেন। দেখতেও ভীষণ দারুন লাগতেছে। সুন্দর এবং ফটোগ্রাফি করার দক্ষতা আপনার।
Quite good photography of the plant and you have captured some very beautiful images.
প্রতিনিয়ত অনেক দারুন দারুন ফটোগ্রাফি করেন আপনি
অসাধারণ করে আপনি ফটোগ্রাফি গুলো করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। এরকম সুন্দর করে ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আপ্নাকেও ধন্যবাদ ভাই, চেষ্টা করবো সামনে আরো সুন্দর ফটোগ্রাফি করার