শান্তির প্রতীক -কবুতর/ পায়রার সুন্দর কিছু ফটোগ্রাফি | 10% beneficiary to @beautycreativity
"Bismillah-hir-rahman-ir-rahim"
হ্যালো স্টিমিয়ান,
সবাইকে আমার ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ফটোগ্রাফি পোস্ট শুরু করছি। আমি প্রতিনিয়ত নতুন নতুন সাব্জেক্ট খুজি আমার ফটাওগ্রাফিকে আরাও সুন্দর করার জন্য। কখনো ফুল নিয়ে কাজ করি তো কখনো লতাপাতা। এর পাশাপাশি বন্ধুদের পট্রেট তো করাই লাগে। তবে আজকে আমি অন্য কিছুর ফটোগ্রাফি দেখাবো।
আমার বাসার ছাদে সব সময় কবুতর অবাধে বিচরণ করে বেড়ায়। এগুলোর বেশির ভাগ ই রেস খেলার কবুতর। এদের মালিক এদের কে ছেড়ে দিলেই আমার ছাদে চলে আসে, এর অবশ্য একটা কারণ আছে, এদের আমি প্রায়ই খাবার খেতে দেই, পানি দেই।
এরা যখন আমার চারপাশে এসে ঘুরে বেড়ায় তখন আমার মন ভালো হয়ে যায়। আমি সেদিন ছাদে গিয়ে একটা সুন্দর রেসার কবুতর এর দেখা ভাই। এটি বেশ বড়সড় ছিল। আজকে সেই কবুতরের ই সুন্দর কিছু ফটোগ্রাফি আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন দেখে আসা যাক।
তো এই ছিল আমার করা আজকের করা শান্তির প্রতীক কবুতরের ফটোগ্রাফি, কেমন লাগলো আমার আজকের করা ফটোগ্রাফি, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন সবাই |
---|
Camera | Nikon D5500 |
---|---|
Category | Photography |
Photographer | @mukitsalafi |
Location | Dhaka,Bangladesh |
X promotional link
https://twitter.com/Mukit_Salafi/status/1790339205723213871?t=0fsucs75sPizrIDaNZucdQ&s=19
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
অনেক অনেক ধন্যবাদ স্যার, @jasonmunapasee
You are right that pigeons are symbols of peace because pigeons have a very peaceful nature. Thank you very much for sharing the beautiful photography of pigeons with us.
আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
আপনার ফটোগ্রাফিটি দুর্দান্ত ছিল। আপনি অনেক সুন্দর ভাবে প্রত্যেকটি ক্যাপচার করেছেন ।আমাদের সাথে ভাগ নেওয়ার জন্য ধন্যবাদ।