খেটে খাওয়া মানুষদের নিয়ে র‍্যানডম ফটোগ্রাফি।। 10% to @beautycreativity

in Beauty of Creativity10 months ago

"শুরু করছি পরম করুনাময় আল্লাহ তায়ালার নামে"

আসসালামুয়ালাইকুম

সবাইকে সালাম জানিয়ে আমি আমার আজকের লেখা শুরু করছি। আশা করছি আপ্নারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা যারা প্রতিনিয়ত কাজের সুবাদে বাহিরে বের হই, তারা হয়তো কখনো রিক্সা,গাড়িতে করে যাতায়াত করি। ক্লান্ত হলে কোথাও দাঁড়িয়ে ঠান্ডা শরবত পান করি। অথবা অবসর সময়ে বসে বাদাম ভাজা খাই। আমাদের এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোর সাথে এক একটা পরিবারের পরিচালনার সমস্ত ব্যায়ভার যুক্ত থাকে তা কি আমরা কখনো ভেবেছি? হ্যা, আসলেই সত্যি। একবার ভাবুন এই যে আপনি যে রিক্সায় করে ছোটখাটো গন্তব্যে যাতায়াত করছেন, সেই রিক্সা ওয়ালা ভাইয়ের কাছে আপনি অনেক মূল্যবান, যেমন মূল্যবান আপনার কাছে আপনার অফিসের জব। কারণ আপনি তার রিক্সায় ঊঠলেই তার ইনকাম হবে এবং তা দিয়ে একটা পরিবার চলবে৷ কখনো কি এভাবে ভেবে দেখেছেন?


সারাদিনের পরিশ্রমের পরে একটু বিশ্রাম

ঠিক তেমন ই একজন বাদাম বিক্রেতা, বা একজন আইসক্রিম বিক্রেতার কাছে তার কাস্টমার তথা আপনি আমি সবাই অনেকটা দেবদূতের মত। আমাদের শখের বসে কেনা এই বাদাম, আইস্ক্রিম গুলো বিক্রি করে তাদের পরিবার চলে। হাসি ফুটে তাদের ঘরে।

ঝুড়ি মাথায় বাদাম বিক্রেতা

জীবন চলার পথে প্রতিটি পদে পদে এমন অসংখ্য মানুষ আছে, যারা এমন দিন আনে দিন খায়। আমরা অবশ্যই তাদের পেশাকে সব সময় সম্মান করবো। সব সময় মনে রাখবো তারা বিক্রি করে বলে আমরা খাই, আবার আমরা খেলে তাদের পরিবার বাচে। অনেকটা একে অপরের পরীপূরক। বন্ধুর মত। তাই এনাদের সাথে কখনোই খারাপ ব্যাবহার যেন আমরা না করি সে ব্যাপারটা খেয়াল রাখবো। চলুন এমন খেটেখাওয়া মানুষগুলোর কিছু ছবি দেখে আসি।

আজকে এখানেই শেষ করছি। আমার লেখা ও ফটোগ্রাফি ভালো লাগ্লে অবশ্যই জানাবেন।

পোস্ট বিবরণ

ক্যামেরাNikon D5500
ক্যাটাগরির‍্যানডম ফটোগ্রাফি
ফটোগ্রাফার@mukitsalafi
লোকেশনঢাকা, বাংলাদেশ

image.png
Thanks a lot everyone for reading my post
image.png

"Newcomers' Community" Achievement Verified Link :

Achievement-1

Sort:  
 10 months ago 

যারা কষ্ট করে জীবিকা নির্বাহ করে তাদের জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 10 months ago 

@samin1, ধন্যবাদ আপ্নাকেও।

 10 months ago 

Very beautiful some photography you shared.

 10 months ago 

Thanks a lot.

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 68905.09
ETH 3808.71
USDT 1.00
SBD 3.48