নয়নতারা ফুলের ফটোগ্রাফি। 10% for boc
"Bismillahir Rahmanir Rahim"
আসসালামুয়ালাইকুম। আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি,আমার পরিচিতি পোস্টের পর থেকে মনে মনে অপেক্ষা করছিলাম কবে আবার পোস্ট করবো। অবশেষে আজকে লিখতে বসলাম।
আজকে সকালে ক্যাকটাসের সাথে নয়নতারা
আমি @mukitsalafi. আমি একজন শখের ছবিয়াল। চোখের সামনে ভালো কিছু পেলেই ক্যামেরা অন করে ছবি তোলা শুরু করি। আজকেও সকালে ঘুম থেকে ঊঠে আমার বাসার বেলকনীতে গেলাম। বেলকনীতে গিয়েই দেখতে পেলাম আমার নয়নতারা গাছের একটা ফুল মাটিতে পড়ে আছে। দেখে মন টা খারাপ হয়ে গেল। ফুল জিনিসটা আসলে গাছেই বেশি সুন্দর। হঠাত মাথায় এলো এই ফুল টা নিয়ে অন্যরকম একটা ফটগ্রাফি করি। সব গুলো ছবি দেখে জানাবেন কেমন লাগলো আমার শখের বসে করা নয়নতারা ফুলের ফটোগ্রাফি।
বারান্দায় পড়ে থাকা নয়নতারা হাতে নিয়ে ক্যাপচার
যেই ভাবা সেই কাজ, সাথে থাকা স্যামস্যাং মোবাইল টা বের করে একটা ছবি ক্যাপচার করে ফেললাম। দেখলাম খুব একটা ভালো আসে নাই। এর পর একটু জল নিয়ে ফুলের উপরে জলের ছেটা দিলাম। তার পরে আবার বেশ কিছু ক্যাপচার করলাম। এবার দারুণ কিছু ছবি পেলাম। সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব বলে লিখতে বসলাম।
অন্যরকম ক্যাকটাসের সাথে আরো কিছু ক্যাপচার
পরে পাশে থাকা ক্যাকটাস গাছের উপরে চোখ পড়লো, তারাতারি ক্যাক্টাসের উপরে ফুলটা রেখে বিভিন্ন এংগেলে আরো কয়েকটা ছবি ক্যাপচার করলাম।ক্যাপচারের পর কালার কম্বিনেশন টা একটু কম মনে হলো। তাই তারাতারি সেগুলো ফটো এডিট সফটওয়্যার লাইটরুমে নিলাম। কালার কন্ট্রাস্ট গুলো একে একে সেট করলাম। এবার মনের মধ্যে একটা প্রশান্তি আসলো, দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে। প্রথম দেখায় মনে হবে এটা ক্যাকটাসের ফুল, কিন্তু আসলে এটা নয়নতারা ফুল।
ক্যামেরা | স্যামস্যাং এম ৩১ |
---|---|
ক্যাটাগরি | ফটোগ্রাফি |
ফটোগ্রাফার | @mukitsalafi |
লোকেশন | ঢাকা |