বৃষ্টি ভেজা বিকেলে চলার পথে গন্ধরাজ ফুলের ফটোগ্রাফি।

in Beauty of Creativity2 years ago

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমার পোস্টটি শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে।

সবাইকে আমার নতুন পোস্টে স্বাগতম চলুন শুরু করা যাক আজকের পোস্ট

বৃষ্টি ভেজা বিকেলে চলার পথে গন্ধরাজ ফুলের ফটোগ্রাফি।

20220619_175531.jpg

সন্ধ্যার কিছু সময় আগে পড়ন্ত বৃষ্টির ভেজা বিকেলের শেষে, কিছু বন্ধু বান্ধব মিলে বাহির হই চা খাওয়ার উদ্দেশ্যে।
20220619_174907.jpg
কিছু সময় আড্ডা দেওয়ার পরে হঠাৎ আমার এক বন্ধুর চোখের নজর পড়ে বৃষ্টির মাঝে বাতাসের সাথে দুলতে থাকা গন্ধরাজ ফুলের বাগানে।
20220619_174857.jpg

গন্ধরাজ ফুলের বাগানটা ঠিক আমাদের বসার স্থানের উল্টো পাশে। তারপর আমাদের সবার দৃষ্টিগোচর হয় ওই গন্ধরাজ ফুলের বাগানের দিকে। বৃষ্টিতে ভেজা বাতাসের সাথে দুলতে থাকা গন্ধরাজ ফুল গুলো অনেক সুন্দর দেখাচ্ছিলো।
20220619_174805.jpg
বাতাসের সাথে যেভাবে গন্ধরাজ ফুল গুলো লাফাচ্ছিল দেখতে অনেক মন মুগ্ধ লাগছিল। মন থেকে শুধু ভাবতেছি কখন বৃষ্টি বন্ধ হবে আর আমি গিয়ে এই গন্ধরাজ ফুল গুলোর ফটোগ্রাফি করব। দীর্ঘ সময় না হলেও অনেকটা সময় পার হওয়ার পর বৃষ্টি কিছুটা বন্ধ হওয়ার পর আমরা দুই বন্ধু মিলে সেখানে গিয়ে এই গন্ধরাজ ফুল গুলোর ফটোগ্রাফি করি।
20220619_175611.jpg
যখন আমরা এই গন্ধরাজ ফুলগুলোর ফটোগ্রাফি করি তখনো কিন্তু হালকা হালকা বৃষ্টি হতে ছিল। কিছু সময় ফটোগ্রাফি করার পর আবার সব বন্ধু মিলে কিছুক্ষণ চায়ের দোকানে আড্ডা দিয়ে যে যার মত যার যার বাড়িতে চলে যায়।
20220619_174753.jpg

আমার যা মনে হয়, গ্রামে প্রতিটি বাড়িতে এ গন্ধরাজ ফুল একসময় প্রায় দেখা যেত, বর্তমান সময়ে তাহা প্রায় বিরল এর পথে। গন্ধরাজ ফুলের গাছগুলো ডাল থেকেও জন্ম নিত। আমার প্রিয় ফুল গুলোর মধ্যে এই গন্ধরাজ ফুল অন্যতম।
20220619_175241.jpg

আজকে আমি সে গন্ধরাজ ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি।
প্রিয় ভাই ও বন্ধুগণ আজকে এতোটুকুই, আশা করি সামনে আরও ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের সাথে তুলে ধরব। আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই এই কামনা করি।

o1AJ9qDyyJNSpZWhUgGYc3MngFqoAMwLvPxXmi6RjPBK544GW.png

MR-SENTU

o1AJ9qDyyJNSpZWhUgGYc3MngFqoAMwLvPxXmi6RjPBK544GW.png

IMG-20220618-WA0041.jpg

আমি এম এ করিম সেন্টু.....আমার স্টিমিট আইডির নাম @mr-sentu আমি বাংলাদেশ থেকে বলছি 🇧🇩, কিন্তু আমি দক্ষিণ আফ্রিকা 🇿🇦 বাস করি। 2010 সাল থেকে আমি এখানে থাকছি, এবং আমি আমার নিজস্ব ব্যবসা করি।আমার সর্বোচ্চ শিক্ষা অভিধান 2007 সালের এসএসসি। এছাড়াও 2001 আমি আমার প্রাথমিক শিক্ষা শেষ করেছি।

আমার বাবার নাম এম এ মতিন এবং মা পারভিন আক্তার। আমার 3 ছোট ভাই আছে। এবং আমি "চাদনি আক্তার" কে বিয়ে করেছি।আমার বাবা একজন ব্যবসায়ী,মা গৃহিণী। আমার ১ম ছোট ভাই জুমন। তিনি কাতারে অবস্থান করছেন 🇶🇦। ২য় ছোট ভাই ইমন। তিনি আলরাবে অবস্থান করছেন

o1AJ9qDyyJNSpZWhUgGYc3MngFqoAMwLvPxXmi6RjPBK544GW.png

ফোনের বিবরণ

মোবাইলস্যামসাং গ্যালাক্সি
ধরণফটোগ্রাফি
ক্যামেরাএস-২১
ফটোগ্রাফার@mr-sentu
অবস্থানবাংলাদেশ/ সাউথ আফ্রিকা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

QmRnPGvEfC9hKdgN6ZmeeS9u5dUp4pPQoUJoUKagoDvKyJ.gif

Sort:  
 2 years ago (edited)

Perfect photography with perfect explenation... good job, keep it up.Best of luck..

 2 years ago 

Thank you for comment....
I will try my best to do on future.....

 2 years ago 

Yeah i believe it,and hope you share your creativity, thanks dude...

 2 years ago 

You are welcome dear....
i will keep on try my best .

 2 years ago 

The flowers you show are cool mate, I like the way you take pictures.

 2 years ago 

Thank you...
Yes its are cool mate

 2 years ago 

The flower picture that you show today is very nice with a very tempting white color.

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য। হোয়াইট কালার সত্যি অসাধারণ আপনার সাথে আমিও একমত।

 2 years ago 

Beautiful flower. Your photography is also very good. Success always for you, friend

 2 years ago 

থ্যাংক ইউ মাই ।ফ্রেন্ড আই উইল ট্রাই মাই বেস্ট।

 2 years ago 

দুর্দান্ত হয়েছে আপনার ফুলের ফটোগ্রাফি।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য ইনশাআল্লাহ আগামীতে আরও ভাল পোস্ট করার চেষ্টা করব।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61111.24
ETH 2687.89
USDT 1.00
SBD 2.61