কাগজের নৌকা, “10% beneficiary to @beautycreativity”.
আমরা যারা এখন চল্লিশ বা চল্লিশের ঘরে জীবন পার করছি, তাদের কি সবার আমার মত প্রায়ই নস্টালজিয়া পেয়ে বসে?
ছোটবেলার বিভিন্ন স্মৃতি খুবই মনে পড়ে আজকাল। অনেক রকম খেলার কথাও। সেদিন হঠাৎ আমাদের পুরনো বাড়ীতে একটি রুমের ফ্লোর কিউরিংয়ের জন্য রাখা পানি দেখে মনে পড়ল ছোটবেলার নৌকা ভাসানোর কথা। আমার তো সেই বয়স নেই, আর মনে হোলো, আমাদের ছেলেমেয়েরা ঢাকা শহরের এই উচু উচু অট্টালিকার ভীড়ে কোনদিনই আর এইসব আনন্দের খোজ জানবেনা। তাই মূহুর্তেই সিদ্ধান্ত নিলাম ছেলেটাকে কটা নৌকা বানিয়ে দেই। তারপর বাপ-ছেলে মিলে সেগুলো নিয়েই খেললাম কিছুক্ষণ।
You are not following the rule of the beneficiary.
Set 10% beneficiary to the community account @beautycreativity.
Read more about setting beneficiary here
Join us on Discord
Nice
nici
NICE
Nice post