My first introduction post @mkmostafa

in Beauty of Creativity3 years ago

আসসালামু আলাইকুম বন্ধুরা
আমি মোঃ মোস্তফা কামাল। বয়ষ: 27, আমার পিতার নাম- মোঃ খোরশেদ আলম, মাতার নাম- হনুফা বেগম,
আমি ইউনিয়ন ডিজিটাল সেন্টারে পরিচালক হিসেবে কাজ করছি।
আমার ইউজার নাম: @mkmostafa

PXL_20230415_155942345.PORTRAIT.jpg

আমি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের, খাগড়াছড়ি জেলায় বসবাস করি। আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে 2018ইং সালে স্নাতক(বিএ) পাস করেছি। আমার পরিবারে আমার বাবা মা সহ আমরা 4ভাই বসবাস করি। আমার 4ভাইয়ের মাঝে আমিই সবার বড়। আমার সু-পরিচিত এক ভাই থেকে STEMET সম্পর্কে জানি। তার পর ইউটিউবে ভিডিও দেখে এখানে একাউন্ট তৈরী করি।

PXL_20220713_115245543.MP.jpg

আমি ভ্রমন করতে পছন্দ করি। নতুন নতুন জায়গা বেড়াতে, বিভিন্ন স্থানের মানুষের সাথে মিশতে, তাদের সংস্কৃতি আমার ভ্রমন কে নতুন মাত্রা এনে দেয়। যেহেত আমি পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে বসবাস করি। এখানকার প্রাকৃতিক সুন্দর্যের মাঝে বেড়া উঠা, এখানকার আদিবাসীদের সাথে চলাফেরা, এই সুন্দর্য, সংস্কৃতি, প্রকৃতির অপরূপ সুন্দর্য আমাকে সর্বদা মূগ্ধ করে রাখে।

PXL_20221224_102758651.PORTRAIT.jpg

আমি 2013 সাল থেকে ইউনিয়ন ডিজিটাল সেন্টারে কাজ করছি। বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2011 সালে বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন পরিষদে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। এই সংস্থার লক্ষ্য প্রত্যন্ত অঞ্চল এবং গ্রামের মানুষের মধ্যে ডিজিটাল পরিষেবা নিশ্চিত করা। এবং বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করা। 11 নভেম্বর, 2014-এ মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার মাধ্যমে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করেছে। এবং এই সংস্থায় কর্মরত সকলকে ডিজিটাল সন্তান হিসেবে উপাধি দিয়েছে। আমি প্রতিনিয়ত এই প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রামের মানুষদের সরকারি-বেসরকারি সকল ডিজিটাল সেবা দিয়ে যাচ্ছি। এর জন্য জেলার সেরা সেবাদাতা হিসেবে দুইবার পুরস্কৃত হয়েছি।

IMG_20210119_190810.jpg

আমি আশা করি আপনারা সবাই আমাকে Steemit প্ল্যাটফর্মে কাজ করতে অনেক সমর্থন করবেন। এবং আমি সবসময় Steemit প্ল্যাটফর্মটি কার্যকর করার চেষ্টা করব। আমি আশা করি Steemit এ আপনাদের সমর্থন এবং ভালবাসায় ভাল কাজ করতে পারবো. এবং Steemit সম্পর্কে আরও জ্ঞান অর্জন করতে পারবো।

আল্লাহ হাফেজ
মোঃ মোস্তফা কামাল
@mkmostafa
সকলকে অনেক অনেক ধন্যবাদ।

My Newcomer’s Community Achievement-1 Verified Link:
https://steemit.com/hive-172186/@mkmostafa/achievement-1-my-1st-introduction-post-mkmostafa

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.30
JST 0.034
BTC 114499.16
ETH 4132.17
USDT 1.00
SBD 0.59