ফটোগ্রাফি || 10℅ benificiary to @beautycreativity.
আসসালামু আলাইকুম /আদাব।
আশা করি সবাই মহান আল্লাহর অশেষ কৃপায় ভাল আছেন।আমিও আপনাদের দোয়ায় পরিবারের সকলকে নিয়ে ভাল আছি। আজ আমি আপনাদের মাঝে নতুন একটি ফটোগ্রাফি নিয়ে আসলাম।আশা করি আমার ক্যাপশনগুলো আপনাদের ভালো লাগবে।তাই আর কথা না বাড়িয়ে শুরু করি।
গত শুক্রবার ঠিক বিকেলবেলা চায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলাম।পথিমধ্যে মামাতো ভাই ফিরোজ এর সাথে দেখা! বললাম চল চা খেয়ে আসি।সে সম্মত জানাল।
চায়ে চুমুক দিতে না দিতেই হঠাৎ মনে পড়ল এই বাড়িটির ফটোগ্রাফি করার কথা।ঝটপট চা পান করে রওনা হলাম গন্তব্য স্থানের দিকে।সময় লেগে গেল প্রায় ঘণ্টা খানেক।
একটু বিশরাম নিয়ে হাঁটতে শুরু করলাম।ওয়াও! নিজেকে যেন বিশ্বাস করাতে পারছিলাম না অবাক নয়নে শুধু দেখতে ছিলাম।মনে হয় কোন রাজপ্রাসাদ।
কিন্তু আসলে এটা কোন রাজপ্রাসাদ না।এটা এক বড় ব্যবসায়ীর বাড়ি।ভদ্রলোকের অনেক গ্রুপ অফ ইন্ডাস্ট্রি আছে। পরিবার পরিজন নিয়ে রাজধানী ঢাকাতেই বেশি থাকেন।
প্রতি ঈদে আসেন।গ্রামের লোকজনের সাথে ঈদ উদযাপন করেন।এমন বারির ক্যাপশন না নিয়ে কি আসা যায়। তাই আমার মোবাইল ফোনে তড়িঘড়ি করে বেশ কয়েকটি ছবি ধারণ করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম।তো বন্ধুরা আজ তাহলে এখানেই শেষ। সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন।আর একটি কথা না বললেই না, সেটা হলো বন্যা কবলিত মানুষদেরকে যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করবেন।আর আজকের ফটোগ্রাফিটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।
ডিভাইস | নাম |
---|---|
Walton | Primo H10 |
Camera | 16M Dual Camera |
Location | Bangladesh |
Posted by | @mdtouhidul |
লেখক পরিচিতি :-
মো:তোহিদুল ইসলাম।বাংলাদেশের উত্তরবঙ্গ জেলা গাইবান্ধা থেকে সামান্য একজন মুক্তমনা ব্লগার।ব্লগ লিখতে ভাল লাগে তাই চেষ্টা করি কোয়ালিটিপূণ্য ব্লগ লিখতে।