রংধনু drawing ||১০% beneficiary to @beautycreativity.
'বিসমিললাহির রাহমানির রাহিম'
🎤হ্যালো বন্ধুরা আসসালামুআলাইকুম/আদাব।আশা করি তোমরা সবাই ভালো আছো । তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের মাঝে সুন্দর একটি আট নিয়ে হাজির হয়েছি। রংধনুর ছবি আট করার পদ্ধতি আজকে আমি তোমাদেরকে দেখাবো। অনেক সময় রঙ্গীন আকাশে দেখা যায় অনেক সুন্দর সাতটি রংঙের আকা বাঁকা রংধনু। রংধনু দেখতে কার না ভালো লাগে ।তাই আমি রংধনু ছবি আঁকানোর চেষ্টা করলাম । আশা করি ভালো লাগবে তোমাদের।
প্রয়োজনীয় উপকরণ:
ক.আটপেপার
খ.পেনসিল
গ.রাবার
ঘ.কালো রঙের পেন্সিল
ঙ. খয়েরি রঙের পেন্সিল
চ. হলুদ রঙের পেন্সিল
ছ. নীল রঙের পেন্সিল
জ. সবুজ রঙের পেন্সিল
ঝ. লাল রংঙের পেন্সিল
ঞ.আকাশি রংঙের পেন্সিল এবং
ট.কমলা রংঙের পেন্সিল।
↪️অংকনের পদ্ধতি↩️:
(১)প্রথম ধাপ: পেন্সিলের সাহায্যে আঁকাবাঁকা দুইটি মেঘ এঁকে নেই।
(২) দ্বিতীয় ধাপ: এরপর পেন্সিলের সাহায্যে সাতটি বাঁকা দাগ এঁকে নেই।
(৩) তৃতীয় ধাপ: সর্বশেষে কালো রঙের পেন্সিল, হলুদ রঙের পেন্সিল, লাল রংয়ের পেন্সিল, নীল রঙের পেন্সিল, খয়েরি রঙের পেন্সিল, সবুজ রঙের পেন্সিল, আকাশি রঙের পেন্সিল এবং কমলা রঙের পেন্সিলের সাহায্য ছবিটিতে ভালোভাবে রং করে নেই। আর এইভাবে আমি আমার রংধনু আট করা পদ্ধতি শেষ করে ফেলি। তো বন্ধুরা আজ তাহলে এখানে বিদায়। সবাই ভালো থাকবে সুস্থ থাকবে। আর হ্যাঁ রংধনুর আর্ট যদি তোমাদের ভালো লাগে। অবশ্যই ছবিটিতে অ্যাপ ভোট, কমেন্ট, রিসটিম করতে ভুলবেনা কিন্তু।
😐পোস্টটি ভিজিট করার জন্য সকলকে আন্তরিক শুভেচ্ছা।
Device | Name |
---|---|
Android | Walton Primo H10 |
Camera | 16M Dual Camera📸 |
Location | Bangladesh |
Short by | @mdtouhidul |
লেখক পরিচিতি 🇧🇩:-
মো:তোহিদুল ইসলাম।বাংলাদেশের উত্তরবঙ্গ জেলা গাইবান্ধা থেকে সামান্য একজন মুক্তমনা ব্লগার। ছবি আর্ট করতে আমার ভালো লাগে তাই চেষ্টা করি কোয়ালিটিপুণ্য আর্ট করার।
https://x.com/PrinceMaha50611/status/1850543891805777979?t=Hviil5pAEmlcKmcUJnrrtg&s=19