"নিয়ম মেনে সঠিকভাবে হাত ধুবো,সব সময় জীবাণু মুক্ত থাকবো" ফটোগ্রাফি 10% for boc.
হ্যালো বন্ধুরা,আসসালামু আলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও ভাল আছি এবং সেই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি বিউটি অফ ক্রিয়েটিভিটির প্রতিষ্ঠাতা, এডমিন,কোয়ালিটি কন্ট্রোলার, মডারেটর, কুরেটর। আজ আমি আপনাদের সামনে সম্পূর্ণ নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আশা করি পাঠক মহলে বেশ উপকৃত হবেন।

(১)প্রথমে আমরা দুহাত পানি দিয়ে ভিজিয়ে নেব।

(২)এরপর ভালো করে দু'হাতে সাবান মেখে নিব।

(৩)দু'হাত ঘসে ভালোভাবে ফেনা তৈরি করতে হবে।

(৪)এরপর দু'হাতের আঙ্গুলের ফাঁকে ফাঁকে ভালো করে ঘষতে হবে।

(৫)দু 'হাতের বৃদ্ধাঙ্গুলি পরিষ্কার করতে হবে।

(৬)দু'হাতের তালু ও নখ ভালো ভাবে পরিষ্কার করতে হবে।

(৭)পরিষ্কার পানি দিয়ে হাত ধুয়ে নিতে হবে।

(৮)পরিশেষে বাতাসে দু'হাত শুকিয়ে নিলে জীবাণু মুক্ত হবে।
"ধন্যবাদ সবাইকে"
