পৃথিবীর সব থেকে রহস্যময় রাস্তা | যেখানে একা যাওয়া নিষেধ
রহস্যময় পৃথিবীর কত কিছুই তো অজানা, এই অজানা বিষয় মানুষের জানার আগ্রহের শেষ নেই। আবার জানা গেলেও সেই তথ্যটি কতখানি সত্যতা নিয়ে থেকে যায় তা-নিয়ে নানা প্রশ্ন যাগে মানুষের মনে। তেমনই পৃথিবীর শেষ রাস্তা বলে ও একটি জায়গা রয়েছে।
বলা হয়ে থাকে এই E-69 নামে পরিচিত রাস্তার পরে আর কোন রাস্তাই নেই। এমনকি এই রাস্তাটিতে একা যাওয়ার অনুমতি দেয়া হয় না। E-69 নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বিশেষ করে ভ্রমণপিপাসুরা সেই স্থান দেখতে চান সরেজমিনে তবে সেই জায়গা দেখা অসম্ভব বলা হয়ে থাকে এরপর নাকি আর কোন রাস্তাই নেই। দীর্ঘ পথ আলো-অন্ধকারে বরফে ঢাকা রাস্তাটিকে বলা হয়ে থাকে The Last Road of World. যদিও এর আসল নাম E-69. 💖 নিসিত সূর্যের দেশ নরওয়ে উত্তর মেরুর সঙ্গে এই রাস্তাটি যুক্ত রয়েছে। রাস্তাটিতে একা গেলেই নাকি বিপদ হতে পারে কিন্তু ভ্রমণপিপাসুদের মনে প্রশ্ন কেন এই রাস্তায় একা যাওয়া নিষেধ।
এর দৈর্ঘ্য প্রায় 130 কিলোমিটার রাস্তা দিয়ে যেতে গেলে পাঁচটি টানেল পার হতে হয় এর মধ্যে সবচেয়ে লম্বা টানেলের দৈর্ঘ্য 6.9 কিলোমিটার। এই টার্নেলটি পার হতে গেলে বেশ কিছু নিয়ম রয়েছে সেগুলো না মানলে সেখানে একা যাওয়া নিষেধ রাস্তাটির অভিনব ভৌগোলিক অবস্থানের কারণে এখানে কাউকে একা যাওয়ার অনুমতি দেওয়া হয় না।
একদিকে যেমন গতিতে বাতাস বয় তেমনই থাকে প্রচুর ঠান্ডা রাস্তাটির আশেপাশের আবহাওয়া, এখানে বরফ পরে আবার সমুদ্র উপকূলে হওয়ায় যেকোনো মুহূর্তে আবহাওয়া পরিবর্তন হয়। আর শীতকালে এই রাস্তা একেবারেই বন্ধ থাকে মূলত শীতকালে তাপমাত্রা মাইনাস -৪৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করে। এমনিতেই এখানে বছরের ৬ মাস দিন ৬ মাস রাত এটি মানুষের কাছে এক রোমাঞ্চকর জায়গা অতিরিক্ত তুষারপাত বৃষ্টি হলে এখানে গাড়ি চালানো অত্যন্ত বিপদজনক নয় তৈরীর পরিকল্পনা শুরু হয় হাজার 930 নাগাদ এর চার বছর পর হাজার ৯৩৪ সালে রাস্তাটি তৈরি সিদ্ধান্ত চূড়ান্ত করা হয় এই রাস্তাটি পৃথিবীর শেষ রাস্তা বলে স্বীকৃতি পেয়েছে।
Thank You.
Hi, @marouf22
Make an introduction post in the community to get yourself labeled as Verified Member.
Make sure you add a verification picture in your introduction post
Verification Picture:
Take a selfie while holding a page written Beauty of Creativity with the date and your Steemit username
for more information join us on Discord