ঝাল ঝাল পানি পুরী খাওয়ার মজািই আলাদা || lifestyle by @maksudakawsar ||

in Beauty of Creativity5 months ago (edited)

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করবো সবাই বেশ ভালোই আছেন। হুম আমিও আছি বেশ ভালো। সত্যি বলতে কি আমরা চেষ্টা করলেই কিন্তু নিজেকে একটু ভালো রাখতে পারি। ভালো রাখতে পারি আমাদের মানসিকতা কে। আর ভালো রাখতে পারি আমাদের চারপাশের পরিবেশ কে। তার জন্য আমাদের সবাই কেই একটু সংযমী আর ধৈর্য্যশীল হতে হবে। হতে হবে সদা হাসি উজ্জ্বল। তাহলে হয়তো আমরা সব সময়ই ভালো থাকতে পারবো।

আমি @maksudakawsar, বাংলাদেশ হতে আপনাদের সাথে যুক্ত আছি। হাজারও ব্যস্ততার মাঝেও আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন এবং ভিন্ন কিছু পোস্ট নিয়ে উপস্থিত হতে। কাজের মাঝে যদি ভিন্নতা না থাকে তাহলে কিন্তু কাজে কোন আগ্রহই পাওয়া যায় না। আর নিজের কাছে কেমন যেন একঘেয়ামী লাগে। আর সেই জন্যই তো আজ আবার একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম।

image.png

ঝাল ঝাল পানি পুরী খাওয়ার মজািই আলাদা

বাহিরের খাবার সাধারণত খায় না বা খেতে চায় না। কারন বাহিরের এই খাবার গুলো ততটা সেফ না। কিন্তু আমি কেন জানি এমন খাবার গুলোর বেশ ভক্ত। সুযোগ পেলেই ছুটে যাই এমন খাবার খেতে। একটু ঝাল ঝাল হওয়াতেই দারুন এই রাস্তার পাশের খাবারের স্বাদ। শুধু আমি নয় আশে পাশের অনেক এলাকার মানুষই আসে এখানে পাগলা মামার এই পানিপুরী খাওয়ার জন্য।আর সবার মত করে আমিও এই খাবার খাওয়ার জন্য পাগল থাকি।


image.png

picture credit --@maksudakawsar
Camera-Vivo-Y22s

বাসার কাছাকছি হওয়াতে প্রতিদিনিই এই খাবারটি আমার খাওয়া হয়। আমাদের বাসার পাশেই একজন মামা এই পানি পুরী বানিয়ে বিক্রি করে। প্রতি প্লেট ৩০/- টাকা হলেও কিন্তু পুষায় যায়। প্রায় কয়েক প্রকার টক দিয়ে এই পানি পুরী পরিবেশন করা হয। পুদিনা পাতার টক, লেবুর টক, আরও নাম না জানা অনেক রকমের টক। আর এই টকের নাম দেওয়া হয়েছে পাগলা ঘন্টা। দলে দলে ছেলেমেয়েরা আসছে আর মামারে এমন মজার পানি পরী খেয়ে যাচ্ছে। আর সবার মত আমিও সুযোগ করে যাই এখানে।


image.png


image.png

picture credit --@maksudakawsar
Camera-Vivo-Y22s

আমি এই মামার দোকানে যখনই পানি পুরী খেতে যাই না কেন, দু প্লেট না খেলে আমার আবার হয় না। মামাও আমাকে দেখে বেশ ঝাল ঝাল পানি পুরী বানিয়ে দেয় আমাকে। আর তার মধ্যে দিয়ে দেয় ঝাল মরিচ। নানা রকমের টক একটু একটু করে দিয়ে তারপর পানিপুরী খাওয়ার পর্ব শুরু করি। তবে এমন পাবিলিক যে শুধু আমি নয় সেটা কিন্তু সেখানে গিয়েই বেশ ভালো বুঝতে পারি।

শেষ কথা

জীবনে যতই সমস্যা আসুক নিজেদের কে কোন ভাবেই সেই সমস্যার কাছে সুপে দেওয়া যাবে না্ । শক্ত হাতে নিজেকে কন্ট্রোল করে সেই সমস্যা থেকে বেড়িয়ে আসতে হবে। আর সমস্যা হতে বেড়িয়ে আসতে আমাদের কে অবশ্যই মাঝে মাঝে একটু সতেজতা অনুভব করতে হবে। কেমন লাগলো আমার আজকের পোস্ট? আশা করি জানাবেন।

নিজেকে নিয়ে কিছু কথা

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।

image.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 5 months ago 

Hi, @maksudakawsar

You are not following the rule of the beneficiary.

Set 10% beneficiary to the community account @beautycreativity.

Read more about setting beneficiary here

Join us on Discord

সত্যি আপু সারাদিন ব্যস্ততার মাঝে যদি কিছু মুহূর্ত সুন্দর করে উপভোগ করা যায় তাহলে মন মানুসিকতার উন্নতি হয়। বাহিরের খাবার যদিও সেফ না তারপরও কিছু প্রিয় খাবার আছে যে না খেয়ে থাকতে পারি না। আর তার মধ্যে পানি পুরি হলো একটি। এই মামার পাগলা টকের পানি পুরি সত্যি খেতে অসাধারণ লাগে। যাইহোক পানি পুরি খাওয়ার সুন্দর মুহূর্ত খুব চমৎকার করে আমাদের সাথে বর্ণনা করার জন্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.27
JST 0.044
BTC 101737.75
ETH 3684.84
SBD 2.55