প্রজাপতি এবং ডানকুনি ফুলের ম্যাক্রো ফটোগ্রাফি

in Beauty of Creativitylast month

বিসমিল্লাহির রহমানির রহিম

আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক

I'm @jubayer687728 From #Bangladash

প্রিয় বন্ধু এবং শুভাকাঙ্খীগণ🙋‍♂️

সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আপনাদের সাথে আবারও শেয়ার করতে আসছি আজকে প্রকৃতির কিছু সৌন্দর্য।আমি আজকে যে ফটোগ্রাফিগুলো শেয়ার করবো সেই ছবিগুলো ধারণ করেছিলাম Goggle Camera LMC17 & Macro Config.কয়েকটি ছবি তুলতে আমাকে অনেক ধৈর্য্য ধরতে হয়েছিল।আশা করি আমার আজকের প্রকৃতির কিছু সৌন্দর্যের ফটোগ্রাফিগুলো ভালো লাগবে।

Brown Beige Photocentric Educational Food Waste Facebook Post_20240613_073200_0000.png

ক্যানভা আ্যাপ

প্রথমে আপনাদের শেয়ার করবো একটি প্রজাপতির ছবি।সৃষ্টিকর্তার অপরুপ সৃষ্টি মধ্যে অসম্ভব রকমের সুন্দর হলো প্রজাপতি।মানুষের মনের যে সব বাসনা থাকে,সেই সব গুণাবলী মনে সবই প্রজাপতির মধ্যে রয়েছে।মানুষ মনে করে ❝আমি যদি দূর আকাশে ডানা মিলে ঘুরে রেড়াতে পারতাম!সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা সবাই সব ধরনের চেষ্টা করি।ঠিক সেরকমই কোনো কমতি নেই এই প্রজাপতির মধ্যে, সে জন্যই আমি বলি মানুষের মনের সব আকাঙ্খা প্রজাপতির মধ্যে রয়েছে❞

1000061634.jpg

RIYAN_20240612_151748_🦋Macro Bee pro (LMC17) by Riyan (1).PORTRAIT.jpg

RIYAN_20240612_151658_🦋Macro Bee pro (LMC17) by Riyan (1).PORTRAIT.jpg

আমি নিচে একটি গাছের বিবরণ দিয়েছি।আমি গাছটির যখন ফটোগ্রাফি করতেছিলাম তখন একটি প্রজাতি উড়ে এসে আমার সামনের গাছে এসে বসলো।প্রজাপতিটি দেখতে অনেক সুন্দর ছিলো,ছোট আকৃতির প্রজাপতি,সাদা রঙের মাঝে মাঝে কালো ফোটা দ্বারা সুসজ্জিত ছিলো প্রজাপতিটি।আমি তখন প্রজাপতিটির ছবি তুলতে গেলাম তখনই প্রজাপতিটি উড়ে গেলো।কিন্তু আমি হাল ছাড়িনি।আমি ছবি তোলার জন্য প্রজাপতির পিছনে লেগে থাকলাম।বেশ কিছু সময় অপেক্ষা করার পর কয়েকটি ছবি তুলতে সক্ষম হলাম।

RIYAN_20240612_151646_🦋Macro Bee pro (LMC17) by Riyan (1).PORTRAIT.jpg

RIYAN_20240612_151638_🦋Macro Bee pro (LMC17) by Riyan (1).PORTRAIT.jpg

RIYAN_20240612_151623_🦋Macro Bee pro (LMC17) by Riyan (1).PORTRAIT.jpg

গতদিন আমি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম,রাস্তার পাশে একটি গাছ দেখতে পেলাম।গাছটির নাম ডানকুনি,দেবীকা,কুকসিম এছাড়াও অনেকে অনেক নামে চিনতে পারেন।তবে আমাদের এলাকায় গাছটির নাম হলো ❝ডানকুনি❞গাছটি ঔষধী গুণাবলি রয়েছে। আমি সঠিক জানিনা গাছটির ঔষধী গুণাবলি। আপনারা যদি জানেন তাহলে আশা করি আমাদের সাথে শেয়ার করবেন।আমি গাছটির ফুলের প্রথম অবস্থার, মাঝের অবস্থা,এবং এই গাছের ফুলের শেষের অবস্থার তিনটি ছবি আপনাদের সাথে শেয়ার করলাম।

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81NYUcNGXkCV1sKxD3UHJXY98ZvzmkJMwALbQSy93K27cTvr29ACPNKktZkjhb6kwQV19Sj3Vfi8JNMShg4FWYJi.png

কেমন ছিলো আমার আজকের প্রজাপতি এবং ডানকুনি ফুলের ফটোগ্রাফি?যদি ভালো লেগে থাকে, তাহলে আশা করি আপনার মতামত জানাবেন।অন্য কোনো পোস্টে দেখা না হওয়া পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।

🕸🕸🕸🕸🕸🕸🕸🕸🕸🕸🕸🕸🕸🕸

ছবির বিবরণ

------
ফোনের নামRealme8
ফটোগ্রাফার@jubayer687728
লোকেশনকুষ্টিয়া,বাংলাদেশ
আবার দেখ হবে অন্য কোনো পোস্টে,ইং শা আল্লাহ

🎀পোস্টটি দেখার জন্য🎀

Picsart_24-06-06_20-41-08-675.jpg

Sort:  
 last month 

অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন। দেখতে অনেক দারুন হয়েছে। এরকম সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে তোলে ধরার জন্য অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.029
BTC 65051.86
ETH 3163.86
USDT 1.00
SBD 2.54