My original bengali poetry : জেলে

in Beauty of Creativity4 years ago

images (1).jpeg

Image source

জেলে ,জেলে, জেলে;
নদীতে তারা জাল ফেলে
সুবিশাল সাগরে কলতান তোলে।
ঝড় বৃষ্টিতে ভিজে তাঁরা মাছ ধরে
সকাল বিকাল রৌদ্র দুপুরে পুড়ে
মাথার ঘাম পায়ে ফেলে,
জীবিকা নির্বাহ করে জেলে
কষ্টের মাঝেও আনন্দ খুঁজে পায় তাঁরা
দুঃখ দুর্দশা থেকে পায় ছাড়া।
জেলেদের জীবন হয় মাছের মত
তাইতো সকল জলাশয়ের কাছে করে মাথা নত।
জেলেরা মাছ ধরে হয় সচ্ছল,
তাদের জীবনে ফিরে আসে আরো কত বল
জেলেরা সত্যবাদী, নিরীহ, নিরবচ্ছিন্ন,
সবার জীবনের থেকে তাদের জীবন হয় ভিন্ন।
জেলেদের জীবন নদীর সাথে গাঁথা
তাঁদের জীবনে রয়েছে অনেক মর্ম ব্যথা।

Poet : @green015

Regards @green015

Sort:  
 4 years ago 

খুব ভালো হয়েছে কবিতাটি

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63030.98
ETH 2594.62
USDT 1.00
SBD 2.74