আমার তোলা আলোকচিত্র: মাছি।
শুভ রাত্রি #boc পরিবার। সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন।
আমি গাছপালা ভীষণ পছন্দ করি, আর সেই সাথে পোকামাকড়। আসলে যেখানে গাছপালা থাকবে সেখানে পোকামাকড় থাকবেই। গাছপালা ছাড়া পোকামাকড় বেঁচে থাকতে পারে না।
আমি সময় পেলেই গাছপালা লাগাই, এটা আমাকে মানসিক প্রশান্তি দেয়। গাছপালা লাগানোর জন্য তেমন জায়গাও নেই আমার, তবে নিজের ইচ্ছে শক্তি আর ভালোলাগা থেকে ছাদে বিভিন্ন রকমের গাছপালা লাগিয়েছি।
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।
আমি আমার অবসর সময়টা এই গাছগুলোর যত্ন করতে ভীষণ ভালোবাসি। বলতে পারেন যতক্ষণ তাদের কাছাকাছি থাকি ততক্ষণ মানসিক প্রশান্তি অনুভব করি। আর যখন গাছগুলোর কাছাকাছি বিভিন্ন পোকামাকড় ছুটে আসে তখন একটা অন্যরকম অনুভূতি কাজ করে।
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।
বিকেলে যখন গাছগুলোতে পানি দিচ্ছিলাম তখন এই চমৎকার মাছিটা দেখতে পেলাম। অনেকেই রয়েছেন মাছি একদমই পছন্দ করেন না, তবে সৃষ্টিকর্তার প্রতিটি জীব নিশ্চয়ই কোন না কোন উপকারে জন্য তিনি সৃষ্টি করেছেন। যাইহোক আমার কাছে ম্যাক্রোলেন্স থাকায় বেশ পরিস্কার ছবি তুলতে পেরেছি।
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।
এই মাছিটির আকার খুব ছোট কিন্তু আমার ম্যাক্রোলেন্স ব্যাবহার করে বেশ বড় আকৃতি করে ছবিগুলো তুলতে পেরেছি। যাইহোক আমার ছবিগুলো ভালো লাগলে আশাকরি মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করবেন।
পরিশেষ
এই ছিল আমার আজকের আয়োজন আশাকরি ভালো লেগেছে। শুভ রাত্রি।
আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।
আপনি বেশ দারুণভাবে কিছু মাছির ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে উড়ন্ত কোন কিছুর ফটোগ্রাফি ধারণ করা সত্যি বেশ কঠিন। এত সুন্দর ভাবে বর্ণনা আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।
অসংখ্য ধন্যবাদ ভাই তোমাকে।
ভালো থাকো দোয়া রইল।
The pics too much noise that can effect the quality of picture. If you learn a bit about how to set your camera before taking picture, that would be better. Tip: you cant take such a small subject without using external macro device or you can, but the results are far from expectation. Hope, you can try again to produce quality works!
Thank you so much for your valuable feedback...
ম্যাক্রোলেন্স ব্যবহার করে মাছির অসাধারন কিছু ফটোগ্রাফি করেছেন। আমি তো দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার তোলা ফটোগ্রাফি সব সময়ই দুর্দান্ত হয়ে থাকে। গাছপালা থাকলে বিভিন্ন ধরণের পোকামাকড় আসে। বাসার ছাদে গাছপালা লাগিয়েছেন খুব ভালো করেছেন। এধরনের কাজ গুলো করতে আমিও পছন্দ করি। ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে।