Some random for beauty of creativity
আজ - শনিবার
যাইহোক আজকে বন্ধুরা আপনাদের মাঝে আবার নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। গতকালকে গিয়েছিলাম আমি একটু বাজারে দিকে যেখানে গিয়ে একটু বাজার সদাই করলাম। আসলে আমাদের হোস্টেল কিছুদিন হল বন্ধ রয়েছে যার কারণে বাইরে থেকে এখন সবকিছু ক্রয় করে খাওয়া লাগতেছে । আমি যদিও তিন বেলায় হোস্টেলে খাই তবে পুজোর ছুটির কারণে হোস্টেলের সবাই বাড়িতে গেছে কিন্তু আমাদের সামনে ২০ তারিখে এক্সাম রয়েছে যার কারণে আমি আর বাড়িতে যায়নি কারণ বাড়িতে গেলে পড়াশোনা একেবারেই হয় না। যার কারণে এখন হোস্টেলে আছি তবে খাওয়া-দাওয়া একটু সমস্যা হচ্ছে ওই জন্য গতকাল বিকেলের দিকে বাজার করতে গিয়েছিলাম। বাজার করতে গিয়ে কিছু রেনডম ফটোগ্রাফি করেছি ভাবলাম আজকে এই ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করব। আমি তো এমনিতেই ফটোগ্রাফি করতে অনেক বেশি পছন্দ করি এবং ফটোগ্রাফি করার পরে যখন সেগুলো আপনাদের মাঝে শেয়ার করি এবং আপনাদের মূল্যবান মতামত গুলো পড়ি তখন তো আরো বেশি ভালো লাগে। তখন মনে হয় যে হ্যাঁ সত্য আমার ফটোগ্রাফি গুলো এবার মনে হয় সার্থকতা পেয়েছে।
আজকে আমি ঠিক তেমনি কিছু বাজারের ফটোগ্রাফি এবং হাইওয়ে রাস্তার ফটোগ্রাফি সেই সাথে কিছু পার্সোনাল এক্সপেরিয়েন্সের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করব। আমি আশা করি আপনারা আজকের ফটোগ্রাফি গুলো শেষ পর্যন্ত উপভোগ করবেন এবং আমার সাথেই থাকবেন। তবে চলুন দেখে আসি আজকে আমি কি কি ফটোগ্রাফি করলাম..।
|
---|
https://x.com/emonv12694/status/1844974910474518644?t=tpuFeEKRaqxIYvAcyBm_DA&s=19
আপনার ফটোগ্রাফি গুলো আমি সবসময় দেখে থাকি। আমার কাছে বেস্ট ফটোগ্রাফি মনে হয়। আপনার এই ফটোগ্রাফি গুলো আজকেও কিন্তু দারুন ফটোগ্রাফি করলেন। এভাবে পরবর্তীতেও ভালো ফটোগ্রাফি করার চেষ্টা করবেন।
আপনার চমৎকার ফটোগ্রাফি দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম। কারণ আমার কাছে এই ধরনের ফটোগ্রাফি গুলো ভীষণ সুন্দর লাগে। আপনি যেভাবে ফটোগ্রাফি করলেন দেখতে কিন্তু বেশ ভালো দেখাচ্ছে।