সবুজে মানেই প্রাণের প্রাচুর্য ।[Green means lot of life]

in Beauty of Creativity3 years ago
IMG_20210829_175126__01.jpg

বীজতলা


বুজ প্রকৃতির সবচেয়ে শক্তিশালী একটি উপাদান। সবুজ মানেই জীবন সবুজ মানেই উদ্দীপনা আর সবুজ মানেই আনন্দের সমারোহ ।সবুজের মাঝেই জীবন-যাপন করে চলেছে একদল সংগ্রামী মানুষ। এই সংগ্রামী মানুষরা জীবন যুদ্ধের যোদ্ধা।কেউ হারে কেউ জেতে কিন্তু লড়াইটাই এদের কাছে মুখ্য।এরা কেউ বাংলার কৃষক কেউ বাংলার শ্রমজীবী। এদের অধিকাংশ বসবাস করে গ্রামীণ সমাজে।বিশুদ্ধ গ্রামীণ জীবনের অস্তিত্ব দেখলাম এই গ্রামে। দেখলাম কিছু সুন্দর প্রাকৃতিক দৃশ্য ।দেখলাম একটি ছেলে আগামীতে ফসল রোপণ করার জন্য সে জমিটি পরিষ্কার করছে।

IMG_20210829_175005__01__01.jpg

IMG_20210829_175005__01.jpg

BoC_LineBreak.png

তখনো আকাশে আলোর শেষ রেখাগুলো প্রতিফলিত হচ্ছে। অন্ধকার নামেনি ছেলেটি তখন কাজ করে চলেছে ।মনে হয় সে অনেকদিন ধরে কাজ করছে। কারণ অনেকগুলো নোংরা সে বেশ কিছু জায়গায় জড়ো করেছে। খুব তাড়াতাড়ি সে ফসল বোনার কাজ শুরু করবে। যেহেতু সামনে শীতকাল তাই এখন শীতকালীন বিভিন্ন শাকসবজি জন্য জমি তৈরি করা অত্যাবশ্যক ।কিছু মানুষ চারা তৈরি করেছে বিভিন্ন প্রকার শাকসবজি এবং নানা প্রকার কপির।

IMG_20210829_174742__01.jpg

IMG_20210829_174809__01.jpg

IMG_20210829_174818__01.jpg

IMG_20210829_174837__01.jpg

BoC_LineBreak.png
একটি কে চিনতে পারলাম এটা ওল কপির বীজ থেকে চারা হয়েছে। এছাড়াও এই গ্রামের ৩ কিমি দূরে একটি বড় হাট রয়েছে ,বেশ বিখ্যাত হাট রানীগঞ্জের হাট নামে পরিচিত ।এই হাটে বিক্রি হবে এই শাক সবজির চারা। এই জায়গাটার খুব কাছে আরেকটি হাট রয়েছে যেটি রতনপুর হাট নামে পরিচিত। এই গ্রামটার মূল বাজার বলতে এই রতনপুর বাজার কে বোঝায়।এখানে মোটামুটি সব দোকানপাট রয়েছে ।সেখানে মানুষের সমারোহ মানুষ ব্যাপক।


IMG_20210829_174903__01.jpg

IMG_20210829_174913__01.jpg

IMG_20210829_174959__01__01.jpg
BoC_LineBreak.png
রাত ৯ টা বাজলে আস্তে আস্তে দোকানপাট বন্ধ হতে শুরু করে।এরপর মানুষ ঘরে ফেরে। যেহেতু গ্রামর মানুষ তাই তাড়াতাড়ি খেয়ে-দেয়ে ঘুমিয়ে পড়ে। আবার খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ভোর বেলায় কাজ শুরু করে দেয়। এদের জীবনটা পরিশ্রম পরিপূর্ণ কিন্তু আনন্দে ভরপুর ।অর্থের প্রাচুর্য নেই কিন্তু এদের উদ্যম আর উদ্দীপনার প্রাচুর্য অবশ্যই আছে ।এরকম একটি সুন্দর গ্রামের সময় কাটানো সত্যি আনন্দদায়ক। এখানে মিলবে অফুরন্ত ফ্রেশ হাওয়া, অক্সিজেন আর বুকভরা শান্তির নিশ্বাস। বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন। এই প্রত্যাশা নিয়েই আজকে শেষ করছি।

ধন্যবাদ

Delegate to

@beautycreativity

1005001000

BoC_LBW.png


𝐵𝑒𝒶𝓊𝓉𝓎 𝑜𝒻 𝒞𝓇𝑒𝒶𝓉𝒾𝓋𝒾𝓉𝓎. 𝐵𝑒𝒶𝓊𝓉𝓎 𝒾𝓃 𝓎𝑜𝓊𝓇 𝓂𝒾𝓃𝒹.𝒯𝒶𝓀𝑒 𝒾𝓉 𝑜𝓊𝓉 𝒶𝓃𝒹 𝓁𝑒𝓉 𝒾𝓉 𝑔𝑜.𝒞𝓇𝑒𝒶𝓉𝒾𝓋𝒾𝓉𝓎 𝒶𝓃𝒹 𝐻𝒶𝓇𝒹 𝓌𝑜𝓇𝓀𝒾𝓃𝑔.Discord- https://discord.gg/RX86Cc4FnA

THANK YOU VERY MUCH

Sort:  

অমাইক ফটোগ্রাফি করেছেন দাদা,, উপস্থাপনাও চমৎকার ❤️

 3 years ago 

সবুজ মানেই হৃদয়ের সজীবতা,
সবুজ মানেই প্রাণে ফিরে পাওয়া চঞ্চলতা,
সবুজ মানেই হারিয়ে যাওয়া ভালোবাসার অন্য দুনিয়ায়।

ফটোগ্রাফিগুলো সত্যি ভালো ছিলো।

 3 years ago 

তখনো আকাশে আলোর শেষ রেখাগুলো প্রতিফলিত হচ্ছে। অন্ধকার নামেনি ছেলেটি তখন কাজ করে চলেছে ।মনে হয় সে অনেকদিন ধরে কাজ করছে।

আপনার শুরুটা চমৎকার হয় তাই ভেতরে পড়তে খুব ইচ্ছে করে। পুরো পোস্টটি মনোযোগ দিয়ে পড়ে অনেক ভালো লাগলো। আসলে রতনপুর হাট এর মতো এরকম অনেক হাট রয়েছে যে হাটগুলো কে কেন্দ্র করে গ্রামগুলো গড়ে উঠেছে আর গ্রামের সেই মানুষগুলোর যে জীবনটা তা কষ্টের হলেও আনন্দের। আপনার কথাগুলো একেবারেই পুরোপুরি সত্য এবং আমি ব্যক্তিগতভাবে গ্রামের এই মানুষগুলোকে এবং তাদের অবদানকে অনেক বেশি ভালোবাসি এবং অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা করি। কারন তারাই হচ্ছে সহজ সরল এবং প্রকৃত মানুষ যারা পরিশ্রম করে এই সভ্যতা কে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আমরা অনেক ভালো আছি।

 3 years ago 

All the Photographies are Really Very beautiful.

 3 years ago 

অসাধারণ বলতেই অসাধারণ। ওষুধের মধ্যে কেউ সুন্দরভাবে উপস্থাপন করেছেন দাদা আপনি। সত্যিই চমতকার হয়েছে কনটেন্ট এর মার্ক ডাউন গুলো। বিশেষ করে প্রতিটি স্মৃতির নিচে যে বিউটি অফ ক্রিটিভিটি কমিউনিটির লোগো লাগিয়েছেন সেটি।

চমৎকার ভাবে উপস্থাপনা করার জন্য অসংখ্য ধন্যবাদ

Loading...

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.12
JST 0.027
BTC 63049.68
ETH 3022.53
USDT 1.00
SBD 2.50