পিনাস গাছের ফটোগ্রাফি|| 10% beneficiary @beautycreativity
হ্যালো বন্ধুরা
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। কয়েকদিন ধরে ফটোগ্রাফি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি দেখেছি সবাই খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে। সবার ফটোগ্রাফি করতে দেখে আমার নিজেরও ভীষণ আগ্রহ হয়েছে। এখন আমি কোথাও গেলে কিংবা ঘর থেকে বের হলেই ফটোগ্রাফি করার চেষ্টা করি। ফটোগ্রাফি করলাম আমি একটু সময় নিয়ে সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি।আমার করা ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করলে বেশি ভালই লাগে। আমি আজকে সুন্দর কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম। আশা করি আমার খুব ভালো লাগবে।
আজকে আমি আপনাদের মাঝে খুব সুন্দর করে পিনাস গাছের ফটোগ্রাফি শেয়ার করব। পিনাস গাছগুলো আমার কাছে অনেক ভালো লাগে। বিশেষ করে পাতাগুলো দেখতে অস্বাভাবিক ভালো লাগে। যদিও পিনাস গাছটি এখনো ছোট। এই গাছগুলো যখন একটু বড় হয় পাতাগুলো বেশি থাকে তখন দেখতে বেশ চমৎকার লাগে। এবং এই গাছগুলো অফিস আদালত এবং রেস্টুরেন্ট পাশে দেখলে দেখতে অনেক ভালোই লাগে। কিছুদিন আগে আমি যখন আমার হাজবেন্ডের সাথে একটি কাবাব হাউজে গিয়েছিলাম। তখন আমি ওখান থেকে কিছু ফুল এবং গাছের ফটোগ্রাফি করেছিলাম। ওখান থেকে আমি এ পিনাস গাছেরও ফটোগ্রাফি করলাম। যদিও গাছটি মধ্যে ঠিকমত পানি দেয় নাই এই কারণে পিনাস গাছটি দেখতে একটু দুর্বল দেখাচ্ছে। যদিও ওখানের পরিবেশ খুব চমৎকার ছিল। তারপরও পিনাস গাছ দেখে আমার কাছে ভালো লাগলো তাই সাথে সাথে আমি ফটোগ্রাফি করলাম। তাই আজকে অনেক সুন্দর করে এই পিনাস গাছের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার আজকের ফটোগ্রাফি আপনাদের অনেক ভালো লাগবে।
https://w3w.co/edgier.henna.washed
পোস্ট বিবরণ
শ্রেণী | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Samsung galaxy a7 |
ফটোগ্রাফার | @bdwomen |
লোকেশন | ফেনী |