খুব চমৎকার কিছু লাল পাতার ফটোগ্রাফি

in Beauty of Creativity2 years ago

আসসালামু আলাইকুম, হাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন।আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আজ আপনাদের মাঝে কিছু লাল পাতার ফটোগ্রাফি শেয়ার করব।

IMG_20220730_113155_255.jpg

লাল পাতা দেখতে অনেক সুন্দর, কিছুটা লাল শাকের মতো।কয়েকটি লাল পাতার রস প্রতিদিন একটু মধুর সাথে খেলে শরীরে অনেক উপকার হয়,রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।লাল পাতা শরীরে কোথাও ক্ষত হলে ক্ষত নিরাময়ে বা কেটে গেলে দ্রুত রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।লাল পাতা খুবই উপকারি।তলপেটে ব্যাথা নিরাময়ে,পেসাবে জ্বালা করলে লাল পাতা খেলে কমে যায়। আসলে লাল পাতা ঔষুধ হিসেবে অপরিহার্য ,এর কোনো তুলনা হয় না।

IMG_20220730_113207_111.jpg

লাল পাতা গাছ যে কোনো জায়গায় লাগানো যায়। এই লাল পাতা গাছ সহজে মরে না,এই লাল পাতার গাছের শিকড় বা ডাল লাগালেই হয়ে যায়।লাল পাতা গাছ আমাদের সকলের বাড়িতেই থাকা উচিত। কেননা,এই পাতার প্রয়োজন অনেক।যে কোনো সময় এই লাল পাতা আমাদের লাগতে পারে।

IMG_20220730_113158_806.jpg

IMG_20220730_113202_183.jpg

IMG_20220730_113212_489.jpg

লাল পাতার গাছ দেখতে খুব একটা লম্বা আকৃতির হয় না,ছোট আকৃতির হয়ে থাকে। অনেক রোগের ঔষুধ হিসেবে লাল পাতার কার্যকারিতা অপরিসীম।আমি বেড়াতে গিয়ে এই পাতা গুলো দেখে আমার খুব ভালো লাগলো।তাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই ভালো থাকুন।আল্লাহ হাফেজ।

ফটোগ্রাফির বিবরণ

শ্রেণিঃ ফটোগ্রাফি

ক্যামেরাঃ Tecno kf8

ফটোগ্রাফারঃ ayesha-s

লোকেশনঃ বাংলাদেশ

Sort:  
 2 years ago 

Very nice page photography, good to see, best wishes for you.

 2 years ago 

পাতাগুলো আমাদের এখানে সব সময় দেখতে পাওয়া যায়। অনেক সুন্দর এই পাতাগুলো দেখতে। অনেক অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি।

 2 years ago 

এই লাল পাতা ওয়ালা গাছ গুলোর সাথে আমিও পরিচিত। তবে নাম জানি না।

 2 years ago 

রক্ত লাল পাতার খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.028
BTC 73187.18
ETH 2574.60
USDT 1.00
SBD 2.41