অনেক সুন্দর বেগুনের কিছু ফটোগ্রাফি

in Beauty of Creativity2 years ago

আসসালামু আলাইকুম, প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আজ আপনাদের মাঝে কিছু বেগুনের ফটোগ্রাফি শেয়ার করব।

IMG_20220730_113258_855.jpg

বেগুন এমন একটি সবজি যা সারা বছরই পাওয়া যায়।তবে অর্থকরী ফসল হিসেবে শীতকালে বেগুন বেশি দেখা যায়।
সবজি হিসেবে বেগুনের কোনো তুলনা হয় না। বেগুন অনেক রকম করে খাওয়া হয়।যেমনঃকখনো বেগুন তরকারি হিসেবে, আবার কখনো ভেজে,আবার কখনো ভর্তা করে খাওয়া হয়। যাদের বেগুনে এলার্জি আছে তারা ছাড়া সবাই খুবই সুস্বাদু করে বেগুনের তরকারি খেতে পারেন।

IMG_20220730_113820_768.jpg

বেগুন চাষাবাদ করে অনেক লাভবান হওয়া যায়। বাড়ির আঙিনায় সামান্য কিছু জমি থাকলে সেখানে বেগুন চাষাবাদ করা যায়। এছাড়াও মাঠে ফসলি জমিতে চাষ করা যায়।আমরা যেখানেই বেগুনের চাষ করি না কেনো তার জন্য মাটি ভালো হওয়া দরকার। বেগুন বেঁলে দোআঁশ মাটিতে ভালো হয়।বেগুনের চারা রোপন করার পর এতে জৈব সার ব্যবহার করতে হয়।
IMG_20220730_113233_033.jpg

IMG_20220730_113316_764.jpg

IMG_20220730_113236_688.jpg

বেগুন অতি প্রয়োজনীয় একটি সবজি। বাংলাদেশে অধিক পরিমাণে বেগুন চাষ হয়ে থাকে।বাংলাদশে অনেক গরিব মানুষ আছে যারা বেগুনের চাষ করে স্বাবলম্বী হয়েছে।বেগুন খেতে অনেক মজা লাগে।বৃষ্টির দিনে গরম গরম খিচরির সাথে বেগুন ভাজা খাবার স্বাদটাই অন্যরকম।তাই আমি আজ আপনাদের মাঝে বেগুনের কিছু ফটোগ্রাফি শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।

ফটোগ্রাফির বিবরণ

শ্রেণীঃ ফটোগ্রাফি

ক্যামেরাঃ Tecno kf8

লোকেশনঃ বাংলাদেশ

Sort:  
 2 years ago 

Useful eggplant garden, I love eggplant.

 2 years ago 

The photography of the eggplant tree is very beautiful. Photography has done a very nice photo of the tree. Thank you

 2 years ago 

You have taken a wonderful photography of the eggplant tree. Thanks for sharing with us

 2 years ago 

খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক সুন্দর হয়েছে আপনার ফটোগ্রাফি গুলো।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 59358.13
ETH 2471.72
USDT 1.00
SBD 2.45