স্বরচিত কবিতা || দুঃখের কথা।

in Beauty of Creativitylast year

আসসালামুয়ালাইকুম।
কেমন আছেন আমার বিউটি অফ ক্রিটিভিটি ব্লগ এর বন্ধুরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশাকরি আপনারা ও অনেক ভালো আছেন।


IMG_20230525_100723.png


প্রত্যেকটি মানুষের জীবনেই দুঃখ কষ্ট থাকে। এই সুখ দুঃখ হাসি কান্না ঘিরেই আমাদের জীবন। তবে একটা বিষয় আমি উপলব্ধি করেছি আর তা হল যখন কোন মানুষ দুঃখ কষ্টে পতিত হয় সেটা সামান্য দুঃখই হোক না কেন, তখন তার মনে হয় হয়তো আমার মত দুঃখী ব্যক্তি দুনিয়াতে আর দুইটা নেই।মূলত আমাদের ধৈর্য শক্তি অনেক কম । প্রত্যেক মানুষেরই উচিত সামান্য দুঃখ কষ্টে পতিত হলে হতাশ না হয়ে ধৈর্য ধারণ করা। কেননা আল্লাহতালা নিজেই বলেছেন দুঃখের পরেই সুখ আসে।


একটা সময়ে সামান্য ব্যাপারে আমার নিজেরও অনেক দুঃখ হতো, মনে হতো আমার মত এরকম কষ্ট হয়তো আর কারো নেই। মূলত এটি একটি ভুল ধারণা। খারাপ সময়গুলো ধৈর্যের সাথে পার করাই বুদ্ধিমানের কাজ এবং মনে রাখা উচিত আমার থেকেও দুঃখী মানুষ পৃথিবীতে আরো অনেক আছে। মূলত দুঃখের মাঝে সুখ খুঁজে নিতে পারলেই জীবন সার্থক হয়ে ওঠে।


আমার মনে আছে ছোটবেলায় গল্প শুনতাম, এক রাজা নাকি তার প্রজাদেরকে সুখী মানুষের জামা এনে দিতে নির্দেশ প্রদান করেছিলেন। তখন প্রজারা রীতিমতো সুখী মানুষকে খুঁজতে লাগলেন।কিন্তু কোথাও একজন সুখী মানুষ কে তারা খুঁজে পাচ্ছিল না। সবশেষে গভীর জঙ্গলের মাঝে তারা একজন সুখী মানুষকে খুঁজে পেল। কিন্তু কি অদ্ভুত ব্যাপার তারা দেখলো সেই সুখী মানুষটির কোন জামাকাপড়ই নেই। হ্যাঁ এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, যে মূলত মনের সুখী বড় সুখ।


আমি অনেক আগে থেকেই টুকটাক কবিতা লিখতাম। আজকে হঠাৎ পুরনো ডায়েরি ঘাটাঘাটি করতে গিয়ে একটি দুঃখের কবিতা আমার চোখে পড়ল। যদিও আমি খুব একটা ভালো লিখতে পারিনা তবুও চেষ্টা করি আলহামদুলিল্লাহ। তাই ভাবলাম আমার এই দুঃখের কবিতাটি আপনাদের সাথে শেয়ার করি। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক।


দুঃখের কথা।


আমি তো আজ সবচেয়ে দুঃখী
আমার মত দুঃখ কি কারো হয়?
যার যাই হোক আমার মত
দুঃখী যে কেউ নয়।


যখনই কেউ আমার কাছে
বলে দুঃখের কথা,
আমি তো ভাবি এর চেয়ে বড় দুঃখ যে,
আজ আমার মাঝেই গাঁথা।


অমকের হয় মা মরেছে,
নয় ভেঙেছে হাড়,
তবুও হয়তো আমার মত
দুঃখ হয়নি তার ।


বাস্তবে তো সবাই ভাবে
আমিই বড় দুঃখী ।
তাইতো আজ সবাইকে
মনে হয় এত সুখী।


সত্যি বলতে যার যার দুখ
তার তার কাছে বড,
এবারে তাই দুঃখের কথা বাদ দিয়ে
সুখের জীবন গড়।


আমার অনুভূতি।

মানুষের মনের আকাঙ্ক্ষা একেক সময় একেক রকম হয়ে থাকে। আর মানুষ এই মনের ইচ্ছা আকাঙ্ক্ষা আশা অনুভূতি থেকেই কবিতা লেখে। ঠিক তেমনি আমিও আমার এই কবিতাটি আমার উপলব্ধি থেকে লিখেছিলাম। জানিনা বিষয়গুলো আমি কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি। তবে আমি চেষ্টা করেছি আমার মনের উপলব্ধি টুকু মানুষের মাঝে ফুটিয়ে তুলতে।


ব্যক্তিগতভাবে কবিতা আমার অনেক পছন্দ। তাই ভালো লিখতে না পারলেও আমি কবিতা লেখার ট্রাই করি। আমার এই কবিতাটি আমি আমাদের গ্রামের বাড়িতে লিখেছিলাম। কবিতাটি আপনাদের কেমন লাগলো জানাবেন প্লিজ। আজকে এ পর্যন্তই আবারো হাজির হবো নতুন কোন বিষয় নিয়ে ইনশাআল্লাহ । সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।ধন্যবাদ সবাইকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76553.02
ETH 3040.86
USDT 1.00
SBD 2.64