কবিতার নাম "রোগ" | আল সারজিল সিয়াম

"রোগ"
আল সারজিল সিয়াম

ডান আর বাম
মিলে দুই চোখ
এক চোখে বেশি -দেখে
এটা কোন রোগ??

এক চোখে আনন্দ,
অন্য চোখে শোক,
বলতে পারো কেউ
এটা কোন রোগ""""??

বাম চোখে বৃহৎ সাগর
ডানে দেখে পুকুর
এক পায়ে শিকল পড়া
অন্য পায়ে নুপুর।

এক চোখো অশ্রুকণা,
আর এক চোখে হাসি,
এক গলায় ফুলের মালা
অন্য গলায় ফাঁসি।

এক চোখে অঢেল সময়
অন্য চোখে কিছু,
এক চোখ সামনে দেখে
অন্যচোখে পিছু।

এক চোখেতে গড়ে দেয়া
অন্যচোখে ভাঙা,
এক চোখেতে জোয়ার -আর
অন্যচোখে ডাঙা।

এক চোখেতে কুল
অন্যচোখে ভুল,
এক চোখে ফটোকপি
অন্যচোখ মুল।

এক চোখে কৃপণতা
অন্যচোখে উদার
একচোখে বিশালতা
অন্যচোখ ক্ষুধার।

দুচোখের, এই রোগের কারন
আজো বুঝিনা
জেনে যদি থাকো কেউ
আমায় বুঝাওনা,????

সাদা সিদে "মেয়ে"মানুষ
মাথায় গোবর ভরা,
দুচোখের এই রোগের কারন
পাইনা তাই ধরা।

এতো জটিল কঠিন রোগে
বাড়ায় শুধু ক্ষত,
কত মেধা, বুদ্ধিজিবী
হয়ে যাচ্ছে নত।

মিনতি করে বলছি আমি
এর প্রতিকার চাই,
এই রোগের থাকলে টিকা
সেটা যেন পাই।

image-173872-1556984644.jpg

Image Source

Sort:  
 3 years ago 

অদ্ভুত সুন্দর।।

ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.12
JST 0.026
BTC 57339.41
ETH 2522.28
USDT 1.00
SBD 2.31