আমার তোলা কাঁকরোল ফুলের আলোকচিত্র 📸 🌹

in Beauty of Creativitylast year

বিসমিল্লাহি রহমানির রাহিম

আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আজও এসে হাজির হলাম। আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা কিছু কাঁকরোল ফুল সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন।

কাঁকরোল ফুলের আলোকচিত্র

IMG_20230701_101816.jpg

লোকেশন
Device :- Redmi note 7

IMG_20230701_101816.jpg

কাঁকরোল আমাদের সকলের অতি পরিচিত সবজি ‌। কাঁকরোল গ্রীষ্মকালে বেশি উৎপাদন করা হয়ে থাকে। কাঁকরোল অনেক বেশ পছন্দ করে । সাধারণত যে কোনো মাছ দিয়ে রান্না করা হয়ে থাকে। তা ছাড়া কাঁকড়া দিয়ে খুবই মজাদার এবং সুস্বাদু রেসিপি তৈরি করা হয়। কাঁকরোলের পুষ্টিগুণ অনেক। কাঁকরোলের প্রচুর পরিমাণ ভিটামিন সি পাওয়া যায় । তাছাড়া ক্যালসিয়াম, প্রোটিন, আমিষ ইত্যাদি রয়েছে। কাঁকরোল লতা জাতীয় গাছ। কাঁকরোলের বীজ থেকে চারা উৎপাদন করা যায় না। কাঁকরোল গাছের নিচে মোটা অংশ থেকে নতুন চারা গজায়। অর্থাৎ কাঁকরোল কন্দমূলের মাধ্যমে বংশ বিস্তার করে থাকে। কাঁকরোল মানবদেহের জন্য খুবই উপকারী। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

IMG_20230701_101825.jpg

IMG_20230701_101842_1.jpg

খুশখুশে কাশি সারাতে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে কাঁকরোল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কাঁকরোল ফুল দেখতে খুবই সুন্দর। পাঁচ পাপড়ির বৈশিষ্ট্য সাদা ফুলের পাপড়ি বেশ অসাধারণ।

IMG_20230701_101911.jpg

IMG_20230701_102013.jpg

পোস্ট বিবরণ :-

শ্রেণীআলোকচিত্র
ক্যামেরাRedmi note 7
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ। অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইল।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn4G1AtrgRoze6iwp.png


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.17
JST 0.031
BTC 88605.96
ETH 3374.52
USDT 1.00
SBD 2.92