আমার তোলা কিছু মাশরুমের আলোকচিত্র 📸 🌹 / 💞|| ১০% প্রিয়, beautycreativity জন্য ।

in Beauty of Creativity2 years ago

বিসমিল্লাহি রহমানের রাহিম

আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভাল আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।

প্রিয় বন্ধুরা, আপনাদের মাঝে আজও এসে
হাজির হলাম।

আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা কিছু কিছু মাশরুমের সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন।

আসুন শুরু করি

IMG_20220715_200835.jpg
source
Device :- Redmi note 7

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQRwpoRTSu9q3KtkUwzntCaoZQW7wbt6GpezTZR7x4WEc6rm1eC57Wk6mxrhBjtoN3JBiztPWNJ.png

কিছু মাশরুমের আলোকচিত্র

IMG_20220715_200113.jpg

IMG_20220715_200046.jpg

আমরা যারা গ্রাম অঞ্চলে বসবাস করি আমাদের চারপাশ অনেক ধরনের মাশরুম দেখা যায়। বিশেষ করে বর্ষাকালে অনেক ধরনের মাশরুম চোখে পড়ে। গ্রাম অঞ্চলের সাধারণ মানুষ মাশরুম কে ব্যাঙের ছাতা বলে অবহিত করে থাকে। পূর্বে মাশরুমের তেমন কোন কদর বা গুরুত্ব ছিল না। বর্তমান সময়ে মাশরুম সবচেয়ে জনপ্রিয় খাদ্য উপযোগী ছাত্রাক। তবে সকল মাশরুম খাবার উপযোগী নয় কিছু কিছু মাশরুম মানবদেহের জন্য খুবই বিষাক্ত। মাশরুম অনেক ধরনের হয়ে থাকে। কিছু কিছু মাশরুম খাওয়ার জন্য উপযোগী।

IMG_20220715_200019.jpg

IMG_20220715_200004.jpg

মাশরুম খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ সুস্বাদু খাবার। মাশরুমের জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে। বর্তমান সময়ে ব্যাপকভাবে মাশরুম চাষবাদ করা হয়। সালোকসংশনের জন্য মাশরুমের সরাসরি সূর্যের আলোর প্রয়োজন হয় না। তাই ছায়া যুক্তি স্থানে মাশরুম চাষ করতে হয়। মাশরুমে প্রচুর পুষ্টিগুণ রয়েছে। নিরামিষভোজী জন্য মাশরুম খুবই ভালো। মাশরুম অধিক পরিমাণ ক্যালরি রয়েছে।

IMG_20220715_195941.jpg

IMG_20220715_200256.jpg

মানব দেহের প্রয়োজনীয় পুষ্টিগু ণ সরবরাহ করতে সহায়তা করে মাশরুম। মাশরুমে প্রোটিন ভিটামিন মিনারের সহ অন্যান্য পুষ্টিগুণ রয়েছে। মানবদেহের রোগ প্রতিরোধে মাশরুম কার্যকরী ভূমিকা পালন করে থাকে।

IMG_20220715_200152.jpg

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQRwpoRTSu9q3KtkUwzntCaoZQW7wbt6GpezTZR7x4WEc6rm1eC57Wk6mxrhBjtoN3JBiztPWNJ.png

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnztxNkWZNBCTxqF3xwXUTQenK21xtRxARWS4hidigrrHE6jjq1gq94KEHMLQ2riCuWNkFCb8gNA1HabmLA.png

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীআলোকচিত্র
ক্যামেরাRedmi note 7
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করব, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভাল থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইল।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn4G1AtrgRoze6iwp.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 2 years ago 

আপনার ফটোগ্রাফিটি অসাধারণ হয়েছে ।আপনি খুব সুন্দর ভাবে মাশরুমের ফটোগ্রাফি করেছে ।আমার কাছে আপনার সব ফটোগ্রাফি গুলো খুব ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

To share nice feelings about the post. Thank you very much.

 2 years ago 

খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন ।এত চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে অসম্ভব ভালো লেগেছে।

 2 years ago 

Thank you very much for the nice comment.

 2 years ago 

খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন ।এত চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে অসম্ভব ভালো লেগেছে।

 2 years ago 

The pictures of the mushrooms have been so beautiful. Looks great in a very clean environment.

 2 years ago 

Thank you so much for sharing such a beautiful feeling after seeing my post

 2 years ago 

The mushrooms' pictures are beautiful and detailed. You have captured the images from a nice angle. Thank You for sharing with us.

 2 years ago 

Hope brother is well? See my post for expressing your feelings in such a nice way. Thank you from the bottom of my heart. Be well brother.

 2 years ago 

Osombbob sundor hoyecha tomar mashrumer photography..

 2 years ago 

See my post for expressing your feelings so beautifully. Thank you very much.

 2 years ago 

Welcome to you.

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.11
JST 0.030
BTC 67776.21
ETH 3737.77
USDT 1.00
SBD 3.72