আমার তোলা অলকানন্দা বা, মাইক ফুলের আলোকচিত্র 📸 🌹

in Beauty of Creativity10 months ago

বিসমিল্লাহি রহমানির রাহিম

আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আজও এসে হাজির হলাম। আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা কিছু মাইক ফুল সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন।

অলকানন্দা বা, মাইক ফুলের আলোকচিত্র

IMG_20230802_091631.jpg

লোকেশন
Device :- realme C55

IMG20230801113115.jpg

আজও আমি আপনাদের মাঝে একটি ভিন্ন ধরনের ফুল নিয়ে হাজির হয়েছি । আশা করি ফুলটি দেখে আপনারা খুবই আনন্দ উপভোগ করবেন। ফুলটি আমাদের সকলের বেশ পরিচিত। সাধারণত আমাদের দেশে সর্বত্র এই ফুল দেখতে পাওয়া যায়। আপনাদের মাঝে আজ যে ফুলটি উপস্থাপন করছি তা হলো অলকানন্দা ফুল। অলকানন্দা ফুলটিকে আঞ্চলিক ভাষায় অনেকে মাইক ফুল বলে থাকে। এই ফুলটির কয়েক প্রকার জাত রয়েছে । তবে হলুদ রঙের ফুলটি আমার দেশে সবচেয়ে বেশি দেখা যায়।

IMG20230801113201.jpg

হলুদ, গোলাপি এবং বেগুনি রঙের অলকানন্দা ফুল রয়েছে। অলকানন্দা ফুল গ্রীষ্ম এবং বর্ষাকালে ফুটে থাকে। মাইক ফুল বর্ষা কালে বেশি ফুটে থাকে।অলকনন্দা হলো গুল্ম জাতীয় পত্র ঝরা গাছ। শীতকালে এই গাছের সমস্ত পাতা ঝরে যায়। হলুদ রঙ্গের পাঁচ পাপড়ির বিশিষ্ট ফুল দেখতে খুবই সুন্দর। এই ফুল গুলো এক সাথে দুই থেকে তিনটি ফুটে থাকে। বীজ এবং কাটিং এর মাধ্যমে এই ফুলের বংশবিস্তার করা যায়। ফুলের ভেষজ গুণাবলী অনেক। ফুলের পাপড়ির নান্দনিক গঠন সৌন্দর্য সবাইকে খুবই মুগ্ধ করে।

IMG20230801113206.jpg

IMG20230801113213.jpg

পোস্ট বিবরণ :-

শ্রেণীআলোকচিত্র
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ। অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইল।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn4G1AtrgRoze6iwp.png


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 65236.24
ETH 3401.35
USDT 1.00
SBD 3.19