আমার তোলা জবা ফুলের আলোকচিত্র 📸 🌹

in Beauty of Creativitylast year

বিসমিল্লাহি রহমানের রাহিম

আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।

প্রিয় বন্ধুরা, আপনাদের মাঝে আজও এসে
হাজির হলাম।

আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা জবা ফুল সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন।

আসুন শুরু করি

IMG_20230130_193522.jpg

source
Device :- Redmi note 7

জবা ফুলের আলোকচিত্র

IMG_20230123_111539.jpg

IMG_20230123_111536.jpg

জবা একটি সুন্দর ও আকর্ষণীয় ফুল। জবা আমাদের কাছে বেশ অতি পরিচিত ফুল । জবা আমাদের দেশের সর্বত্র পাওয়া যায়। জবা চিরসবুজ গুল্ম জাতীয় উদ্ভিদ। জবা অনেক জাতের রয়েছে। লাল এবং হলুদ রঙের মিশ্রণের জবা ফুল বেশি দেখা যায়। তা ছাড়াও গোলাপি এবং সাদা রঙের জবা ফুল রয়েছে। জবা ফুল গাছ সাধারণত রাস্তার দুই ধারে, বসতবাড়ির আঙ্গিনায় বেশি দেখা যায়। জবা ফুল পাঁচ পাপড়ির বৈশিষ্ট্য হয়ে থাকে। জবা ফুলকে রক্ত জবা বা, জবা কুসুম বলে থাকে। জবা ফুল দেখতে বেশ সুন্দর। জবা ফুল সারা বছর ধরে ফুটে থেকে। শোভাবর্ধনকারী উদ্ভিদ জবা ফুল সবার কাছে বেশ জনপ্রিয়। জবা ফুলের অনেক ভেষজ গুণাবলী রয়েছে। মানব দেহের অনেক রোগ প্রতিরোধে জবা ফুলে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ব্যবহার করা হয়। অপরূপ সৌন্দর্য ফুল দেখতে অনেক সুন্দর।

IMG_20230123_111552.jpg

IMG_20230123_111559.jpg

IMG_20230123_111611.jpg


পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীআলোকচিত্র
ক্যামেরাRedmi note 7
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করব, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইল।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn4G1AtrgRoze6iwp.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 last year 

Yellow, red and white colour Joba flowers is awesome, it's very uncommon flower in village.

 last year 

Thank you very much for such a nice comment.

 last year 

Really Mindblowing photography

 last year 

Thank you very much for the nice comment.

 last year 

Welcome

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 61436.95
ETH 3388.33
USDT 1.00
SBD 2.49