আমার তোলা নয়ন তারা ফুলের আলোকচিত্র 📸 🌹 / 💞|| ১০% প্রিয়, beautycreativity জন্য ।

in Beauty of Creativity3 years ago

বিসমিল্লাহি রহমানের রাহিম

আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভাল আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।

প্রিয় বন্ধুরা, আপনাদের মাঝে আজও এসে
হাজির হলাম।

আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা কিছু নয়ন তারা ফুল সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন।

আসুন শুরু করি

IMG_20220521_232034.jpg



source
Device :- Redmi note 7

নয়ন তারা ফুলের আলোকচিত্র

IMG_20210703_165012.jpg

IMG_20211102_160956.jpg



এই ফুলটি আমাদের সকলের পরিচিত যার নাম হচ্ছে নয়ন তারা। নয়ন তারা সপুষ্পক গুল্ম জাতীয় উদ্ভিদ। আমাদের দেখে সর্বত্রই নয়ন তারা ফুল দেখা যায় । সাধারণত নয়ন তারা ফুলকে পাঁচ পাপড়ি বৈশিষ্ট্য ফুল বলা হয়ে থাকে। নয়নতারা ফুলের অনেকগুলো প্রজাতি রয়েছে। এই ফুলের সৌন্দর্য সবাইকে খুব মুগ্ধ করে।

IMG_20211102_160949.jpg

IMG_20211102_161019.jpg



ফুল গুলো দেখতে বেশ সুন্দর। ফুলগুলো গোলাপি, সাদা, হালকা গোলাপি রঙের হয়ে থাকে। এই ফুলটি সব জায়গায় চাষ করা যায়। ফুল বাগানে, বাসা বাড়ির ছাদে, টপের মধ্যে, এবং বেলকুনিতে সহজে ফুলটি চাষ করা যায়। ফুলের দৃষ্টিনন্দন গঠন বৈশিষ্ট্য খুবই অসাধারণ।

IMG_20211102_161024.jpg

IMG_20220301_130845 (1).jpg



নয়ন তারা ফুলের অনেক ওষুধি গুনাগুন রয়েছে। চিকিৎসা ক্ষেত্রে নয়ন তারা ফুলের ব্যবহার অনেক। অনেকে ডায়াবেটিস রোগের জন্য নয়ন তারা ফুলের পাতা চিবিয়ে খেয়ে থাকে। নয়নতারা পাতার সুগার নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। বিশেষ করে ক্যান্সার নিয়ামক হিসেবে নয়ন তারা ফুল ব্যবহার হয়ে থাকে। আরো অন্যান্য রোগের জন্য নয়নতারা ফুলের পাতা এবং ফুলের পাপড়ি বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সেবন করে থাকে। ঔষধি গুনাগুন এর জন্য নয়ন তারা ফুলের কদর রয়েছে ব্যাপক।

IMG_20220301_130845.jpg


পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণী্ আলোকচিত্র
ক্যামেরাRedmi note 7
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করব, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভাল থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইল।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn4G1AtrgRoze6iwp.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 3 years ago 

আপনার ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। বন্ধু

 3 years ago 

Thank you so much my friend.

 3 years ago 

নয়ন তারা ফুলের অসাধারণ ফটোগ্রাফি করেছেন

 3 years ago 

Thanks a lot bro.

 3 years ago 

নয়ন তারা ফুলের অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি। আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে।এভাবে এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

Thank you so much for visiting this post.

 3 years ago 

খুব সুন্দর হয়েছে ভাই আপনার ফটো গুলো। যদিও সব সময় আপনার ফটো এবং আর্ট খুব ভালো হয়। শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

Thank you very much. To comment in such a beautiful way. You will be fine brother. I wish you good health.

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.25
JST 0.040
BTC 95063.29
ETH 3338.75
USDT 1.00
SBD 8.25