আমার তোলা ফলের আলোকচিত্র 📸 🌹

in Beauty of Creativity8 days ago

বিসমিল্লাহি রহমানির রাহিম

আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আজও এসে হাজির হলাম। আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা কিছু ফলের সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন।

ফলের আলোকচিত্র

1000043943.jpg
লোকেশন
Device :- realme C55

IMG20231027151436.jpg

ফল উদ্ভিদ হতে সংগৃহীত যা মানুষের খাবারের উপযোগী। ফল বিভিন্ন রকমের হয়ে থাকে। স্বাস্থ্যের জন্য ফল খুবই উপকারী। মানবদেহের জন্য ফলের পুষ্টিগুণ অনেক। প্রকার ভেদে ফলের পুষ্টিগুণে পার্থক্য হয়ে থাকে। প্রতিনিয়ত আমরা অনেক রকমের ফল খেয়ে থাকি। আসলে ফল খেতে সবাই খুব বেশি পছন্দ করে। দেশীয় ফলগুলো আমাদের গ্রামাঞ্চলে, বাসা বাড়িতে উৎপাদন হয়ে থাকে। আবার কিছু কিছু ফল খুব কম উৎপাদন হয়ে থাকে। যা বাইরের দেশে থেকে নিয়ে আসা হয়। প্রত্যেক মানুষের ফল খেতে বেশ পছন্দ করে। কারণ ফলের পুষ্টিগুণ যেমন অনেক ঠিক তেমনি স্বাদ অসাধারণ হয়ে থাকে। আমাদের দেশিয় ফল গুলোর মধ্যে রয়েছে আম, জাম, কাঁঠাল, লিচু, কামরাঙ্গা, আমরুল, জাম্বুরা লেবু কলা আনারস, গাব, জলপাই, আমলকি, আতাফল ইত্যাদি। আর যে ফল গুলো দেশে কম উৎপাদন করা হয় বাইরের দেশ থেকে আমদানি করা হয়ে থাকে। সে ফলগুলো হলো আপেল, কমলা, মালটা, আঙ্গুর, ডালিম ইত্যাদি। ফল বেশ সুস্বাদু হয়ে থাকে।

IMG20231014122956.jpg

IMG20231014122951.jpg

IMG20231027151448.jpg

IMG20231027151455.jpg

পোস্ট বিবরণ :-

শ্রেণীআলোকচিত্র
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ। অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইল।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn4G1AtrgRoze6iwp.png


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

20230619_203011_0000.png

Steem_Pro-1.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 8 days ago 

আসলে আমার কাছে এরকম ফটোগ্রাফি একটু বেশি ভালো লাগে। যেগুলো দেখলে মনটা একেবারেই ভরে যায়। অনেক সুন্দর ছিল সবগুলো ফটোগ্রাফি

 8 days ago 

এ ধরনের ফটোগ্রাফি গুলো দেখতে সত্যিই ভালো লাগে। অসাধারণ লাগলো ফটোগ্রাফি গুলো।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60600.18
ETH 2606.88
USDT 1.00
SBD 2.62